স্বাধীনতা দিবসের প্রত্যাশা ও প্রাপ্তি
লিখেছেন লিখেছেন এম এ আলীম ২৫ মার্চ, ২০১৪, ০৬:৫৪:৩৭ সন্ধ্যা
মহান স্বাধীনতা দিবস এসে গেল।প্রতিটি বছরই ব্যপক উৎসাহ উদ্দিপনায় পালিত হয় এই দিবসটি।অনেক সফলতার কথা যেমন বলা যাবে তেমনি বলা যাবে তার চাইতে দ্বিগুন ব্যর্থতার কথা।যে গণতন্ত্রের জন্য এই স্বাধীনতা সেই গণতন্ত্রে জন্য আজো আমরা লড়ে যাচ্ছি।পরিবর্তন হয়েছে শুধু শাসকের কিন্তু পরিবর্তন হয়নি শোষনের।মুক্ত বাক স্বাধীনতার গলা টিপে হত্যা করা হচ্ছে। প্রতিবাদী মানুষের বুকে গুলি চালিয়ে স্তব্দ করে দেয়া হচ্ছে প্রতিনিয়ত। বহি:র্বিশ্বে আমাদের সুনামের চাইতে দুর্নাম বেশী। সুশাসন প্রতিস্ঠায় আজো আমরা কারো আস্থা অর্জন করতে পারিনি।সকল দল মতকে আমরা শ্রদ্ধা করতে শিখিনি। দিন দিন আমরা এগিয়ে যাচ্ছি বিভক্তির পথে।সু পরিকল্পিত ভাবে ছড়িয়ে দেয়া হচ্ছে সমাজে ঘৃণার বীজ। অবকাঠামোর উন্নয়ন,সামাজিক উন্নয়ন,সহ সকল ক্ষেত্রে আমরা ব্যর্থতার পরিচয় দিচ্ছি।যার কারনে দেশের কাংখিত আর্থ সামাজিক উন্নয়ন সম্ভবপর হচ্ছেনা।যোগ্য লোক এবং যোগ্য নেতৃত্বের তীব্র অভাব অনুভুত হচ্ছে প্রতিটি স্তরে। এভাবে চলতে থাকলে আমরা একটা ব্যর্থ রাস্ট্রের দিকে এগিয়ে যাবো।হত্যা,গুম,ধর্ষনকে রাষ্ট্রীয় করন করা হয়েছে যার সাথে প্রশাসন সহ জড়িত সরকার দলীয় লোকজন।দেশের মানুষ তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছে।অপশাসনের ছোঁয়া সর্বত্র। এর থেকে প্রতিকারের জন্য চাই পরিবর্তন। সৎ এবং যোগ্য লোকের শাসন। নইলে আমরা স্বাধীনতার সুফল কোনদিন ভাগ করতে পারবোনা।
বিষয়: বিবিধ
১৬৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন