এই বিজয়ে স্মরি তোমারে
লিখেছেন লিখেছেন এম এ আলীম ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:১৩:২৪ রাত
আজ বার বার রাহাতের কথা মনে আসছে।রাহাত তুমি নেই কিন্তু তোমার উত্তরসুরীরা আজো আছে রাজপথে বাতিলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে অবিরত। বাতিলের বিরুদ্ধে প্রতিটি বিজয়ে তোমায় স্মরন করবো আমরা।তুমি তো চলে গেছ শাহাদাতের অমীয় সুধা পান করে আজ বাংলার লাখো তরুন শাহাদাতের তামান্না নিয়ে রাজপথ মিছিলে মিছিলে প্রকম্পিত করছে। এই বাংলার বুকে বিপ্লব আনবোই মোরা তোমার বুকের রক্ত যে মিশে আছে এই মাটিতে ।আমাদের একটাই শ্লোগান, শহীদের রক্ত বৃথা যেতে পারেনা।বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব।
আহত হওয়ার আগের দিন অর্থাৎ ১৫ই ফেব্র“য়ারী তিনি স্ট্যাটাস লিখেছিলেন, ‘আজ সারা বাংলাদেশে শহীদ হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে.. হে আল্লাহ! তোমার অতি নগণ্য একজন বান্দা হিসেবে আমায় তুমি কবুল কর..’। ১৩ ফেব্র“য়ারী লিখেন, ‘এসো এসো এসো বন্ধু-কোরআনের পথে করি সংগ্রাম, বাতিলের বিরুদ্ধে আওয়াজ তুলি, উড্ডীন করি আল্লাহর নাম…’। ১২ ফেব্র“য়ারী লিখেন, ‘আল্লাহ তুমি আমাকে দ্বীনের পথে শহীদ হওয়ার তৌফিক দাও.. আমীন।’ ১১ ফেব্র“য়ারী লিখেন, ‘একটাই কামনা, একটাই স্বপ্ন, একটাই চাওয়া, একটাই মুক্তির পথ-শহীদী মরণ’। ১০ ফেব্র“য়ারী লিখেছেন, ‘দিন এলো আবার রক্ত ঝরাবার, জীবন দিয়ে শহীদ হয়ে বিজয় নিশান উড়াবার।’ ৭ ফেব্র“য়ারীর স্ট্যাটাস-‘মরতেই হবে যখন শহীদী মরণ দিও আমারে’। ৬ ফেব্র“য়ারী লিখেন, ‘শাহাদাত আমার অতীব্র তৃষ্ণার পানি, পেছনে ফেরার কোন পথ আমি খোলা রাখিনি…ইয়া আল্লাহ! তুমি কবুল কর।’ ৩ ফেব্র“য়ারী লিখেছেন, ‘আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে/ যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে হাদীসের বাণী, হতাশা কী আর তাদের থাকতে পারে! সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে / জানাতো আছে তাদের সবার কতো যে হবে লড়তে…’
আল্লাহ আমাদের সবা্ইকে বাতিলের বিরুদ্ধে লড়ে ময়দানে টিকে থাকার তৌফিক দিন। আমিন।
বিষয়: বিবিধ
১৪৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন