তিন লক্ষ সৈনিকের বিপ্লবের প্রস্তুতি

লিখেছেন লিখেছেন এম এ আলীম ১৭ জুন, ২০১৩, ০৯:২৭:২৫ রাত



শিরোনাম দেখে অবাক হবার কিছু নেই। এটাই আজকের বাস্তবতা। বাঁশের কেল্লা নামটির সাথে বাংলাদেশের সাইবার জগতের সবাই কম বেশি পরিচিত । কারো জন্য বিব্রতকর কারো জন্য সস্তিকর। বাংলাদেশের ফেসবুকের ইতিহাসে রেকর্ড গড়ল যে পেইজ তার নাম বাঁশের কেল্লা।নাস্তিকদের জন্য আতংক সৃষ্টিকারী এক নাম বাঁশের কেল্লা।



ইতিহাস যেন আবার জীবন্ত হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে। তীতুমীরের বাঁশের কেল্লার কথা কে না জানে। সেদিন তীতুমীর পরাজিত হয়েছিলেন ঠিকই কিন্তু জাতী তাঁকে স্মরনে রেখেছে শ্রদ্ধাভরে । তাঁর বীরত্বগাঁথাকে আজো বাঙালী জাতি স্মরন করে গর্বভরে।তীতুমীর আজ নেই কিন্তু জাতির মাঝে বপন করে গেছেন সাহসীকতার বীজ। ঘুমিয়ে থাকা বীর সেনানীরা আবার জেগে উঠেছে।



আবার বিপ্লবের প্রুতধ্বনী শোনা যাচ্ছে অলিতে গলিতে। আধুনীক প্রযুক্তির সঠিক ব্যবহারে আজ গড়ে উঠেছে বাঁশের কেল্লা নামক ফেসবুক পেইজের তিনলক্ষ সদস্যের পরিবার।এটা আমাদের জন্য গর্বের এবং আনন্দের। একদিন তিন থেকে তিরিশ লক্ষ হবে ইনশাআল্লাহ।যেসব তরুনদের উদ্যেগে গড়ে উঠেছে বাঁশেরকেল্লা তারা হয়ত সবার আড়ালে থেকে যাবেন সারা জীবন। কিন্তু তাদের এই মহতী উদ্যেগকে জাতী স্মরন করবে সব সময়।



যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে একটি পেইজকে জনপ্রিয়তার শীর্ষে তুলে এনেছেন তাদের কথা আমরা ভুলবনা কোনদিন। সময় আসার আর বেশি বাকী নেই, সময় আসছে আমাদের সবার কাংখিত বিপ্লবের দিন। একদিন ফেসবুক ছেড়ে রাজপথে নামতে হবে সবাইকে। সেই কাংখিত সময়ের ডাক আসবে বাঁশেরকেল্লা পেইজ থেকে। সবাইকে সেই দিনের প্রস্তুতির আহবান জানাচ্ছি।আর বাঁশের কেল্লার নাম ছড়িয়ে দিন গ্রাম থেকে গ্রামে,লোক লোকান্তরে। তবেই আমাদের কাংখিত বিপ্লবে সফলতা আসবে।

বিষয়: বিবিধ

৩৬৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File