এক ফেসবুক বন্ধুর স্ট্যটাস
লিখেছেন লিখেছেন এম এ আলীম ২৫ জানুয়ারি, ২০১৩, ০৮:০৪:২২ রাত
আমি আজ আপনাদের এমন একদল তরুনের কথা বলছি- যারা আজ পড়ার টেবিল থেকে রাজপথকে অনেক অনেক বেশি আপন করে নিয়েছে। কারন সে জানে না- ঘর থেকে বের হয়ে সে আবার পড়ার টেবিলে ফিরতে পারবে কি না?
যে তরুণ গুলো গভীর রাতে এক টুকরা জান্নাতের আশায় মহান প্রভুর কাছে সেজদায় লুটায়ে চোখের পানিতে জায়নামায ভেজায়। সেই জান্নাতি ফুল গুলো আজ বন্ধি পাখির মত কারাগারে ছটফট করছে।
আজ সেই তরুণেরা জেগেছে- যারা একটি নির্দেশে রাজপথে পাহাড়ের মত দাঁড়িয়ে থাকতে পারে- আবার আরেকটি নির্দেশে পাহাড় ভেঙ্গে ধূলায় মিশাতে পারে।
“ বেড়িয়েছে যে কাফেলা... ফিরবেনা সে কোন দিন...
হয়তো বিজয় হবে... নয়তো তার ফিরবে কফিন”
বিষয়: বিবিধ
১৪৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন