মঙ্গল শোভাযাত্রা ও আমাদের শিকড়
লিখেছেন লিখেছেন মেরাজ ১৬ এপ্রিল, ২০১৬, ০১:৩০:২১ রাত
উনি খুব ছোট বয়সেই বুঝতে শিখেছিলেন যে নিজের হাতে বানানো পুতুল কোনদিন কারো খোদা হতে পারে না । তিনি তাঁর পিতা মাতাসহ সবাইকে বুঝাতে চেষ্টা করেও ব্যর্থ হন। একদিন তাঁর এলাকার সব লোকেরা যখন মেলা উপলক্ষে বাজারে চলে গেলো, তিনি তখন একটা কুঠার দিয়ে সব মুর্তির মাথা ভেঙ্গে কুঠারট বড় মুর্তির গলায় ঝুলিয়ে রাখলেন ।
লোকেরা ফিরে এসে তাদের মূর্তি ভাঙ্গা দেখে তাঁকে বললো যে "তুমিতো মেলাতে যাওনি । তুমি কি বলতে পারো কে আমাদের দেবতা গুলোকে ভেঙ্গছে ?" তিনি বললেন "তোমাদের বড় মূর্তিটাকে বল, আর তার গলাতেতো কুঠার দেখা যাচ্ছে সুতরাং সেই মেরেছে।" লোকেরা বলল " তুমি তো জান মূর্তি কথা বলতে পারে না সে কিভাবে জানাবে আর না পারে নড়াচড়া করতে তবে সে কিভাবে অন্য মূর্তি গুলো ভাঙ্গবে।"
এইভাবে তিনি হাতে কলমে শিখিয়ে দিলেন মূর্তি কি করে ভাঙ্গতে হয়।
তিনি আর কেহ নন তিনি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসাল্লাম। আমরা সেই জাতির পিতার সন্তানেরা আজ কাফেরদের সেই মূর্তি বানিয়ে মঙ্গল শোভাযাত্রায় যাই।
ধীক্কার জানাই! ধীক!! ধীক!!!
তোমাদের মুখে একদলা থুতু ছিটাইতেও ঘৃণা হয় হে কথিত বাঙ্গালীত্ব।
বিষয়: বিবিধ
১৩৪৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমাদের মুখে একদলা থুতু ছিটাইতেও ঘৃণা হয় হে কথিত বাঙ্গালীত্ব। ১০০% সহমত
নিজে মুসলিম হবার চেয়ে
বাঙ্গালি হওয়া টা যে বড় বেশি প্রয়োজন
আবার তাদের কাছে বাঙ্গালীত্ব মানে পৌত্তলিকতা তথা কুসংস্কারপূর্ণ পুজা অর্চনা।
মন্তব্য করতে লগইন করুন