কি করে পারো!!!

লিখেছেন লিখেছেন মেরাজ ০৬ আগস্ট, ২০১৫, ০৩:০৫:০৬ রাত

তোমরা যারা অন্যের সন্তানদের হত্যা কিংবা ধর্ষণ করো, তারা তোমাদের মতোই কারো আদরের সন্তান। তাদের কেও কোন এক মা পেটে ধরেছেন, অতপর তাদের জন্মের পরও সেই মায়ের ঘরেও আনন্দ উল্লাহ হয়েছে যেমনটা তোমাদের বেলায় হয়েছিল। তোমাদের মতো করে তাদেরও তাদের মায়েরা সোনা যাদু ময়না বলে ডাকতো। তাদেরকে ঠিক সেইভাবেই বড় করা হয়েছিল যেভাবে তোমাদেরকে বড় করে তোলা হয়েছে। তোমাদের কিঞ্চিৎ কষ্টে যেমন তোমাদের মায়েদের অন্তর আত্মা কেদে উঠে, ঠিক তেমনি তাদের কষ্টে তাদের মায়েদের অন্তর আত্মা কেদে উঠতো।

তবে কেন তোমাদের মন এইরকম পাষণ্ড!!!

তোমাদের ঘরে ফিরার আসার জন্য যেমন কেউ অপেক্ষা করে তেমনি তাদের জন্যও কেউ অপেক্ষা করে, তবে কেন তাদের অপেক্ষার প্রহরটা সারাজীবনের জন্য করে দাও?

তোমাদেরও সন্তান হবে ছেলে কিংবা মেয়ে; একবার সেই বাপ মায়ের যায়গায় নিজেকে কল্পনা করে দেখো শান্তি পাও কিনা পাও? কোন দিনও না, ঠিক একই ভাবে তোমাদের অপেক্ষার প্রহরটা সারাজীবনের জন্য হয়ে যাবে। কেননা মহা পরক্রমাশালী আল্লাহ্ সবচেয়ে বড় ন্যায় বিচারক।

বিষয়: বিবিধ

১৩১০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333991
০৬ আগস্ট ২০১৫ রাত ০৩:৪৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। অন্যের ভালোর জন্য কল্পনা আর পাষাণের মনে আসেনা!!

ভালো লেগেছে ধন্যবাদ।
333997
০৬ আগস্ট ২০১৫ রাত ০৪:৫৮
জবলুল হক লিখেছেন : ধন্যবাদ আপনার সুন্দর লেখার জন্য। আপনার লেখাটি আমার এতো মনে ধরেছে যে আমার ফেইসবুকে তা শেয়ার করেছি।
333998
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৫:০০
কাহাফ লিখেছেন :
নিকৃষ্ট এই সব কাজ করার সময় সুন্দর উল্লেখিত অনুভূতিগুলো মনেই থাকে না!
মনে থাকলে কি আর অন্যায়-অপরাধ করা যায়!!
334015
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৭:৫৫
ফরিদুল ইসলাম তুষার লিখেছেন : যারা এইসব কাজ করে তারা মানুষ না।
334141
০৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানবিক চিন্তা থাকলে কি তারা এই অমানবিক কাজ করত!!
পাশবিক বলা উচিত নয় কারন ধর্ষন বিষয়টা কোন পশুর মধ্যে নাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File