ইন্ডিয়ানদের ভাষার দৈন্যতা

লিখেছেন লিখেছেন মেরাজ ০৫ জুন, ২০১৫, ০২:৪১:৫৪ রাত

পৃথিবীতে তিনটা উদ্ভব জাতি আছে, স্টুপিডিতে এদের কেউ কাউকে পিছনে ফেলতে রাজি নয়।

প্রথমত ভারত তারপর মিশরী এরপর যথারীতি পাকিস্তান…

‪#‎ভারতীদের‬ সম্পর্কে বিস্তারিত বলার খুব একটা প্রয়োজন নেই সবাই কম বেশী জানি।

একটু আগে হোটেলে খেতে বসলাম ঠিক আমার পাশে দুইজন টিপিক্যাল হায়দ্রাবাদী বসেই, যথারীতি অফিসে কার পিছনে কে কি করেছে সেই বদনাম গাওয়া শুরু করলো। দু`বার কটমটিয়ে তাকানোর পর কোন ইফেক্ট না হওয়াতে চিন্তা করলাম এইবার বেইজ্জতি করবো।

এদের একজন বলে উঠলো আজ জুম্মারাত থুরা গপসপ করকে যাওঙ্গা।

আমি বললাম "আজ কোঞ্ছা বার?!!" একজন জবাব দিলো ‪#‎জুম্মারাত‬ অর কাল জুম্মা(!)

আর যায় কৈ!!! পাল্টা প্রশ্ন:- দিন পেহলে আহতি না রাত? জবাব দিলো ‪#‎দিন‬। (মনে মনে বলি আজ পাশা খেলবো সাম) তখন বললাম "আগার দিন পেহলে আহতি তো আজ জুম্মা অর কাল জুম্মারাত" ঠিক হেনা???তারপর দেখি শ্যাম কালিয়ার বাশি আর বুলে না…(সংখিপ্ত করে লিখলাম) আবার প্রসঙ্গ চেইঞ্জ করে বললাম "আপ লোগ কিয়া খারায়াহে?" জবাব দিলো চাউল!!! (আসমান থেকে পড়ার ইমু হবে চেহারা করে) প্রশ্ন করলাম চাউল কেহসে খায়েগা!!! চাউল বি খাতাহে??? ভাতের দিকে ইঙ্গিত করে ইস্কু চাউল বলতাহে!!! (খাইছে আমারে ভাব নিয়ে বললাম) পাকানোছে পেহলেবি চাউল পাকানোকা বাদবি চাউল রেহতাহে? উনুনে জবাব দিলো ইস্কু হামেশা চাউলই বলতি। (পাশের টেবিলের তারা বোধহয় মজা পাইতাছে তাই মওকা মওকা করে আবার শুরু করলাম) আমার গায়ের শার্ট খানা দেখিয়ে বললাম এইটা কি তারা বললো "শার্ট",

Good বলে আবার শুরু "সেলাই করার আগে এইটা কাপড় ছিল আর সেলাই করার পর এইটা যদি শার্ট হয় তবে রান্না করার আগে চাউল কেম্নে রান্নার পর চাউলই থেকে যায় এইবার কইঞ্চান দেখি।"

দুইজনের মুখ কালো দেখার মতো, একজন বলে বসলো আপ কিয়া বাংলাদেশ ছে তাল্লুক রাকতাহে???

বিজয়ের মুচকি হাসি দিয়ে চোখ বন্ধ করে বুঝিয়ে দিলাম… … …।

তোরা আসলে পদে পদে অপদস্হ হওয়ার জন্যই জন্ম নিয়েছিস।

বিষয়: বিবিধ

১৭৭৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324746
০৫ জুন ২০১৫ রাত ০৩:২৬
শেখের পোলা লিখেছেন : আচ্ছা ভাই, ইংরাজীতে তাহলে চাল সিদ্ধর পর রাইস বলে কেন? ২০ বছর কানাডায় ইংরাজী কথকদের সাথে। কাউকেতো ভাতকে রাইস বাদে ন্য কিছু বলতে শুনলাম না৷ আর উর্দুতে বৃহস্পতি বারকে জুমেরাত আর শুক্রবারকে জুম্ম,শনিবারকে হপ্তা বলে৷ এখানে দৈন্যতা কোথায় দেখলেন?
রসুল সঃ বোরাক চড়ে ঊর্দ্ধলোক ভ্রমন করলেন, তাকে মেরাজ বলে,আপনি লাফ দিয়েও কখনও দশ হাত উপরে গেছেন কিনা সন্দেহ আছে, সেই আপনি মেরাজ হলেন কি করে? এখানেও কি দৈন্যতা আছে?
০৫ জুন ২০১৫ রাত ০৪:৪৬
266635

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : আপনার নবী যদি গাধার পিঠে ছড়ে মেরাজ যেতে পারেন!!! তাহলে উনি কেন ফাল দিয়ে মেরাজ যেতে পারবে না??
০৫ জুন ২০১৫ দুপুর ০৩:১৭
266767
মেরাজ লিখেছেন : এটা কি দৈন্যতা নয় যে একটি জিনিসের ভিবিন্ন অবস্থায় একই নাম!
আপনি কি কখনো বরফকে কিংবা জলীয় বাস্পকে পানি বলেন নাকি?
যাদের ভাষা ভাতকে চাউল বলে তাদের ভাষায় অবশ্যই দৈন্যতা আছে।
মেরাজ সম্পর্কে আপনি যে ব্যাক্ষা দিয়েছেন সেটা আপনার অজ্ঞাতই প্রকাশ পেলো
০৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
266836
মনসুর আহামেদ লিখেছেন : @শেখের পোলা,সিদ্ধর পর রাইস বলে কেন?
ভাতের অন্য কোন ইংরেজী শব্দ নেই। ২০
বছর কানাডায় থাকেন, বুঝা গেল।
324754
০৫ জুন ২০১৫ রাত ০৪:৩৫

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : আমি বললাম "আজ কোঞ্ছা বার?!!" একজন জবাব দিলো ‪#‎জুম্মারাত‬ অর কাল জুম্মা(!)


আপনি আসলে গাধা। ওরাই ঠিক বলেছে- [b]"জুম্মারাত‬ অর কাল জুম্মা" রাত সবসময় আগে আসে, তারপর দিবস। ০০-২৪ এভাবেই রাত/দিন গননা করা হয়।[/b]
০৫ জুন ২০১৫ দুপুর ০৩:১২
266766
মেরাজ লিখেছেন : রাত সব সময় আগে আসে!!!
তাহলে বুধবার রাত থেকে জুম্মা রাত শুরু তারপর জুম্মা দিন(বৃহস্পতিবার)আবার ঐদিকে দিন রাত ২৪ শুক্রবারের কি হবে?
324755
০৫ জুন ২০১৫ রাত ০৪:৪৪

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : ওরা না, পদে পদে অপদস্হ হয়েছেন আপনি।

ভারত, পাকিস্তানে ভাতকে সবাই চাউলই বলে। আর ইংরেজীতে ভাত মানে RICE. চাল মানে RICE. তো????
০৫ জুন ২০১৫ দুপুর ০৩:২৩
266770
মেরাজ লিখেছেন : এমনি এমনি ইন্ডিয়ানরা আমার অধীনে কাজ করেনা
ডবল এমবিএ সিএ করা ইন্ডিনরা যখন আমার রুমে প্রবেশ করার আগে বলে "ম্যা আই কামিং স্যার" তখন কখনো কখনো জবাব দেই আই এম বিজি নাউ।
দেশে যাওয়ার সময় আমার সিগ্নেচারের উন্য অফিস শেষ হওয়ার পরও তারা অপেক্ষা করে এই সুযোগ স্যারের সাথে কথা বলার্।
আর আপনি আসছেন অপদস্থের সংজ্ঞা নিয়ে
০৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
266813

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : কথা বার্তার যে ধরন!! তা ভাই বিদেশে যে লেবারী করেন বলতে লজ্জা কেন?
০৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
266818
শেখের পোলা লিখেছেন : মেরাজ স্যার, সত্যই আমি অজ্ঞ, কিন্তু আপনার কথায় অহংকারের গন্ধ পেলাম,যা পতন ডেকে আনতে পারে৷
324799
০৫ জুন ২০১৫ সকাল ১০:৪১
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : বেপক মজা পাইলাম... Big Grin অনেক ধন্যবাদ
324806
০৫ জুন ২০১৫ দুপুর ০১:০৩
পললব লিখেছেন : ব্যাপক মজা পাইলাম! এই জন্য বাংগালিরা সব কিছু খায়! পানি খায়, ভাত খায়, গাঁজা খায় আবার মাল খায়!
০৫ জুন ২০১৫ দুপুর ০৩:২৯
266771
মেরাজ লিখেছেন : পল্লব পুরোনো অনেক হিসাব এখনো বাকি আছে।
আপ্নি তো সেই গোত্রীয় লোক যারা বলে "দাদা অর্ধেক টুকো মিষ্টি দিলাম তার পুরো টুকো খাবেন কিন্তু"
হ্যাঁ আমরা পানি পান করাকে কেউ কেউ খাইও বলে।
ইন্ডিয়ানদের মতো ভাতকে চাউল বলে স্বীকৃতি দেইনা।
বরফ পানি বাস্প যদি আলাদাভাবে বলতে পারেন তবে চাউল ভাতও বলা যায়।
নিশ্চয়ই পুরো লিখা পড়েছেন শার্ট আর কাপড়ের উদাহরণ টেনেছি সেখানে।
324814
০৫ জুন ২০১৫ দুপুর ০২:৩১
জেদ্দাবাসী লিখেছেন : বস, লেখার ষ্টাইল ভাল লেগেছে যদিও কাউকে কটাক্ষ করা অপছন্দনিয়।
আরবিতে চাউলকে রোজ আবার ভাতকেও রোজ বলে।
দুনিয়ায় যত ভাষা আছে কোন ভাষায় মানুষের অনুভুতি পরিপূর্ন প্রকাশ করা যাইনা ৬০ বা ৭০ পার্সেন্ট প্রকাশ করতে পারা যাই মা্ত্র।
হায়দ্রাবাদীরা যে বদনাম গাওয়া শুরু করেছিল সেটার নামই গিবত আর ওই কামে আমরাও কম না।
শুভব্লগিং অনেক ধন্যবাদ

জাযাকাল্লাহ খায়ের

324976
১০ জুন ২০১৫ সকাল ১০:৩২
আবূসামীহা লিখেছেন : দুঃখিত! বাঙালীরাও ঐ ভারতীয় জাতিগোষ্ঠির লোক। বাঙালীরাও তাদের চেয়ে স্টুপিডিতে কোন অংশেই কম যায় না। ভারতীয় বাঙালীরা যেমন বাংলাদেশী বাঙালীরাও তেমন।

আর রাত এবং দিনের বিষয়টা হলঃ রাত আগে আসে, দিন না। এজন্য শুক্রবারের রাত শুক্রবারের দিন শেষের রাতটা না, বৃহস্পতিবার সূর্য ডুবলেই শুক্রবার শুরু হয়, ইসলামী হিসেবে। পশ্চিমাদের হিসেবে মধ্যরাত থেকে নতুন দিন শুরু হয়। কিন্তু ইসলামী হিসেবে সূর্যাস্তের পর থেকেই নতুন দিন শুরু। কুর'আন শরীফে আল্লাহ যতবার রাত-দিনের আবর্তনের কথা বলেছেন সব সময় রাতের কথা আগে বলেছেন। তাই হিন্দুস্তানী জবানে জুমেরাত বৃহস্পতিবারের জন্য ঠিকই আছে।
এরপরের কথা হচ্ছে চাউল নিয়ে। বাঙালী ধান, চাউল আর ভাত বলে বলেই দুনিয়ার আর সবাইকে এভাবে ধান, চাউল আর ভাত বলতে হবে এটা জরুরী না। বরং দুনিয়ার সব জাতি চাউলকে চাউলই বলে - রান্নার আগে হোক বা পরে হোক। যেমন ইংরেজী রাইস [rice] রান্নার আগেও রাইস পরেও রাইস এবং মালয়ী ভাষায় রান্নার আগেও নাসি, পরেও নাসি।

অহেতুক বিতর্ক। বাঙালীর নিজেকে বড় ভাবার একটা অভ্যেস আছে। কিন্তু বাস্তবে খুব ছোট। আমিও একসময় নিজেকে খুব বাঙাল বাঙাল ভেবে গর্বিত হইতাম। নিজের জ্ঞানের দৈন্যদশাকে আমরা অন্যদের উপর প্রয়োগ করতে ভালবাসি।

বাঙালী ফাঁপা যে কোন দণ্ডকে নল বলে। যেমন পাইপ, টীউব এবং স্ট্র সব বাঙলায় নল। এজন্য এক বাঙালী সোডার বটল কিনার পর দোকানদারকে ইংরেজীতে বলল সে একটা পাইপ পাইতে পারে কিনা। দোকানদার আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল তুমি পাইপ দিয়া কী করবা? আমি তাড়াতাড়ি কইলাম ভাই তুমি তারে বোতল থেকে পানীয় পান করার জন্য একটা স্ট্র দাও। আবার অন্যদিকে বাঙালী সবই খায়। ভাত খায়, পানি খায় আবার বিড়ি/সিগ্রেটও খায়।
এখন দৈন্যটা কোথায়?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File