অস্তিত্বের প্রয়োজনেই আতাত
লিখেছেন লিখেছেন মেরাজ ০৮ এপ্রিল, ২০১৫, ০১:২৬:৫৫ রাত
বিএনপি আন্দোলন ছেড়ে দিয়ে নির্বাচনের দিকে ঝুকেছে- কামারুজ্জামান এর ফাসিঁর আদেশ বহাল আছে- খুব দ্রুতই মন্ত্রী সভায় ধর্ম ভিত্তিক দল গুলো নিষিদ্ধ করার বিল উঠানো হচ্ছে।
"দুইয়ে দুই যোগ করে দেখুন চার হচ্ছে"
দিন আর বেশী বাকী নেই অচিরেই "আওয়ামী-বিএনপি" জোট হচ্ছে।
নিঃসন্দেহে আওয়ামী বিএনপির মধ্যে আতাত হয়েছে। বলতে চাইনা, কামারুজ্জামানের ব্যাপারে খালেদার নিরবতাই তার জামিন পাওয়া, তবে এইটা দিবালোকের মতো স্পষ্ট। যে খালেদার উপর আরো মাস খানেক আগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো সেই থেকে রক্ষা পেতেই এই আতাত।
বিএনপির আতাতের পেছনে যৌক্তিক কারণ গুলো হলো- জামায়াত নিষিদ্ধ হলে জামায়াতের ভোটার গণ মরে গেলেও আওমীলীগকে ভোট দিবেনা, এই হিসেবে বিনামূল্যে প্রচুর ভোট বিএনপির বাক্সে পড়বে, আর জামায়াত যে হারে বেড়ে উঠেছে আর তাদের এই বেড়ে উঠার লোক গুলো বিএনপি থেকেই বের হয়ে জামায়াতের দিকে ধাবিত হচ্ছে বলে, সহসায় আওয়ামী ঘরানার লোক গুলো জামায়াতে যোগ দেয়না। সেই হিসেবে আওমীলীগের ভোটার যা আছে তাই থেকে যাবে আর বিএনপি ধীরে ধীরে সংকুচিত হয়ে আসবে।
নিজের ভাল পাগলেও বুঝে - আর বিএনপি বুঝি না বুঝে থাকবে!
পরিশেষে বলি-
"সব সাপেরই একই বিষ
নৌকা কিংবা ধাণের শীষ"
বিষয়: বিবিধ
১৩৮৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার বিশ্লেষণ!! ধন্যবাদ।
পানির মত সহজ বিষয় টা! আতাত ছাড়া এমন হতেই পারে না! বিচক্ষণ বিশ্লেষণে সহমত অনেকেই হবে নিশ্চিত!
বিষয় টা সামনে আনায় ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাই!!
মুক্তিযোদ্ধাদের দল হয়ে স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতকে সঙ্গ নিয়ে বিএনপিকে এর জন্য কতই না সাফার করতে হয়েছে ।
জাশির দৌড় আর থামবে বলে মনে হয় না ।
মন্তব্য করতে লগইন করুন