পচাঁ বাবা Rose

লিখেছেন লিখেছেন মেরাজ ০৬ এপ্রিল, ২০১৫, ১০:৩১:০৭ রাত

পৃথিবীর সকল বাবা কোন না কোন সময় সন্তানের কাছে পচাঁ থাকে। এক সময় সেই বাবারা ভালো হয়ে যান। যখন ভালো হয়ে যান তখন বাবাকে সেই কথা জানাতে পারে না কোন সন্তানই…

সময় এই কথাটি বলার সময় দেয় না

অপরিনত বয়সে কপট অভিমানে "বাবা তুমি পচাঁ" কত সহজেই বলে ফেলি কিন্তু পরিণত বয়সে গভীর ভালোবাসায় উপলব্ধির পর "বাবা তুমি ভালো " কথাটি বলতে পারি না।

সৌভাগ্যের বিষয় -- বাবাগুলোও এই কথাটি জানেন। কারণ তারাও একসময় সন্তান ছিলেন। হয়তো উনাদের ভিতরও ঐ আক্ষেপটা রয়ে গেছে - " বাবা তুমি ভালো " বলতে না পারার!!

বিষয়: বিবিধ

১৪৩০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313316
০৬ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৭
আশাবাদী যুবক লিখেছেন : অন্তরের কথাটিই বলেছেন ভাই ৷
যাজাকাল্লাহ ৷
313319
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:০১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : খুবই সুন্দর করে মনের ভাব প্রকাশ করেছেন! ভালো লাগলো অনেক ধন্যবাদ
313325
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:১২
আফরা লিখেছেন : খুব ভাল বলেছেন তো ভাল লাগল ।
313334
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৫
আবু জান্নাত লিখেছেন : আজ সারা দুনিয়াতে বাবারাই লাঞ্চিত। মায়েরা মায়েদের হক্ব বুঝে পেলেও বাবারা কিন্তু বঞ্চিতই থাকে। একটু খেয়াল করে অন্তরের চক্ষু দিয়ে আপনাদের সমাজের দিকে তাকিয়ে দেখুন, কয়জন বাবা বৃদ্ধ বয়সে সন্তানের আদরে আছেন? বাবাদের নিয়ে লিখা কলামটি অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
313344
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি আমার আম্মার কাছে সব সময় বলি আমার বাবা অনেক ভালো তবে উনাকে অসরাসরি বলা হয় নাই
313346
০৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৭
মাজহারুল ইসলাম লিখেছেন : মনের কথা বলছেন মিয়া ভাই এই জন্য আমার দাওয়াত আপনার বাড়িতে।
313382
০৭ এপ্রিল ২০১৫ রাত ০১:১৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমার বাবা ছিলো একদিন সবচেয়ে পচা!!
তবে আজ আমার বাবা আমার চলার পথে উদ্দিপনা অনুপ্রেরণা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File