প্যারোডি ব্লগ

লিখেছেন লিখেছেন মেরাজ ০৬ এপ্রিল, ২০১৫, ০৩:১১:৫২ রাত

“আমাদের ছোট ব্লগে মোরা ভাই ভাই

থাকি সেথা সবে মিলে যেন কষ্ট নাহি পাই।

ব্লগের সকল ছেলে মোরা এক সাথে খাই

এক সাথে লিখি আর পোস্ট দিয়ে যাই।

আমাদের ছোট ব্লগ আকাশের সমান

লাইক আর কমেন্ট দিয়ে বাঁচাইছে প্রাণ।

ওয়াল ভরা লিখা তার বুক ভরা আশা

এরই নিয়ে বেচেঁ থাকে আমাদের ভালবাসা"

বিষয়: বিবিধ

১৩৪৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313200
০৬ এপ্রিল ২০১৫ সকাল ০৫:১৫
কাহাফ লিখেছেন :
তীব্র তীব্র তীব্র প্রতিবাদ!
ব্লগের শ্রদ্ধেয়া-প্রিয় বোনদের কে-
কেন আলোচনায় দেয়া হল বাদ???
313201
০৬ এপ্রিল ২০১৫ সকাল ০৫:১৫
গাজী সালাউদ্দিন লিখেছেন :
ব্লগের সকল ছেলে মোরা এক সাথে খাই

এক সাথে লিখি আর পোস্ট দিয়ে যাই।


মানতে পারলাম না!!!!! আমারে কেউ কোন দিন একটা চা ও খাওয়াওনি!

লাইক আর কমেন্ট দিয়ে বাঁচাইছে প্রাণ।


লাইক পাইছেন কোথা?
313276
০৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
313307
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৩
আশাবাদী যুবক লিখেছেন : বোনদের কথা নেই কেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File