বাঁচাবে কি মৃত অন্তর?!!

লিখেছেন লিখেছেন মেরাজ ০৫ এপ্রিল, ২০১৫, ০৪:৩১:৫৩ বিকাল

আজ আন্দোলনের চার মাস পর

দীর্ঘশ্বাস করে ভর

খুঁজতে গেলাম রাজপথে

স্মৃতির তাজা বারুদ,

সেই তো চেনা চেনা ট্রাফিক জ্যাম আর

গাড়ির চাকা গুলো ঘুরতে চায় না আর

ধোঁয়া আর হর্নের কড়া ইনফিউশান

পালিয়ে থাকাই এখন স্বপ্ন নির্ভর।

প্রতিটা স্লোগান যেন দিনের অন্তরা

সন্ধ্যে নামতো ঠিক নতুন আশা নিয়ে-

এখনোতো একই ভাবে দিন যায় রাত আসে

বেলা শেষে হতাশার গেয়ে

সেইতো চেনা চেনা দানবের মুখ তবু চেনা নয়

বুকের মাঝে সাত বছরের অবক্ষয়,

বিশাল্যকরণের মত আজ সেই আন্দোলন

বাঁচাবে কি মৃত অন্তর?

বিষয়: বিবিধ

১৪০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313076
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৪
আবু জান্নাত লিখেছেন : চমৎকার লিখেছেন, ধন্যবাদ।
313081
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বিএনপির রাজনৈতিক বর্তমান রাস্তাটা কেমন জানি অচেনা অচেনা লাগতেছে।
313099
০৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
অনেক পথ বাকি লিখেছেন : আবু জান্নাত লিখেছেন : চমৎকার লিখেছেন, ধন্যবাদ।
313152
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:০৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : মানুষ মরে গেলে অন্তরের ক্রিয়া প্রতিক্রিয়া বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষ বেঁচে থাকলে অন্তর মরে গিয়েও বারবার জীবিত হয়ে উঠে, যদি মাঝে মাঝে তার উপর পানি পড়ে।

মৃত অন্তর অবশ্যই বেঁচে উঠবে। সবর করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File