বাঙ্গালীর দেশপ্রেম

লিখেছেন লিখেছেন মেরাজ ০১ ডিসেম্বর, ২০১৪, ১২:৪৭:২২ রাত

ডিসেম্বর ও মার্চ আসলেই বিজয়-স্বাধীনতা দিবসের চেতনায় আর বাংলাদেশের ক্রিকেটের মাঠে বাংলাদেশ হলে ফেপে ফুলে উঠে বাঙ্গালীর দেশপ্রেম, এই জাতীয় দিবস আর ক্রিকেট নিয়ে বাঙ্গালীরা যতটুকু দেশপ্রেম দেখায় তার সিকিভাগ দেশপ্রেম যদি দেশের সার্বভৌম আর স্বাধীনতা জন্য দেখাতো- তবে এ দেশে অন্য কোন দেশীয় দালাল থাকতো না।

এই বাঙ্গালী যুবকেরা স্টেডিয়ামে পাকি পতাকা পত পত করে উড়ায়ে উল্লাসে ফেটে পরে, আর ঘরে ঘরে বাঙ্গালী ললনারা ২৪ ঘন্টা মালুদের চ্যানেল দেখে দেখে পরকীয়ার জড়িত পরে।

‪‎আর‬ এই দুই শ্রেণীর অপদার্থরা যখন আজ আহবান জানায় "চল বিজয়ের মাসে আমাদের প্রোফাইল পিকচার জাতীয় পতাকা দিয়ে বানিয়ে দুনিয়াকে জানিয়ে দেই আমাদের দেশপ্রেমের কথা"

তখন মুখে দিয়ে বের হয়ে আসে কিছু অবাঞ্চিত কথা।



যেদিন‬ বাংলাদেশ সত্যিকারের স্বাধীনতা পাবে সে দিনই উড়াবো "লাস সবুজের" কেতন।

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290072
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:০৯
লোকমান লিখেছেন : উচিত কথার জটিল পোস্ট
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫১
233865
মেরাজ লিখেছেন : উচিৎ কথা কইলে হাজি সাবের মুখ খারাপ
290099
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫৭
যা বলতে চাই লিখেছেন : উচিত কথা যে আমাদের বলতেই হবে। আপনার দৃষ্টিভঙ্গি প্রকৃত দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করার মত। সাহসী বক্তব্য। অনেক ধন্যবাদ্
290103
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:২২
আফরা লিখেছেন : এক্কেবারে সঠিক কথা বলেছেন ভাইয়া ।
290124
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৫৪
কাহাফ লিখেছেন : শুধু কয়েকটা দিবসকেই যারা দেশের প্রতি ভালবাসা প্রকাশের জন্যে নির্দিষ্ট করে নেয়,সে সব মুখোশধারীদের ধরে ধরে 'চুতরা পাতা' দিয়ে পাছায় ডলা দেওন দরকার!

'লাস সবুজের' জায়গায় 'লাশ সবুজের' পড়লে বিনোদন বিনোদন লাগতো! পড়বো এমন......??? Praying
290139
০১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৩৮
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File