বাঙ্গালীর দেশপ্রেম
লিখেছেন লিখেছেন মেরাজ ০১ ডিসেম্বর, ২০১৪, ১২:৪৭:২২ রাত
ডিসেম্বর ও মার্চ আসলেই বিজয়-স্বাধীনতা দিবসের চেতনায় আর বাংলাদেশের ক্রিকেটের মাঠে বাংলাদেশ হলে ফেপে ফুলে উঠে বাঙ্গালীর দেশপ্রেম, এই জাতীয় দিবস আর ক্রিকেট নিয়ে বাঙ্গালীরা যতটুকু দেশপ্রেম দেখায় তার সিকিভাগ দেশপ্রেম যদি দেশের সার্বভৌম আর স্বাধীনতা জন্য দেখাতো- তবে এ দেশে অন্য কোন দেশীয় দালাল থাকতো না।
এই বাঙ্গালী যুবকেরা স্টেডিয়ামে পাকি পতাকা পত পত করে উড়ায়ে উল্লাসে ফেটে পরে, আর ঘরে ঘরে বাঙ্গালী ললনারা ২৪ ঘন্টা মালুদের চ্যানেল দেখে দেখে পরকীয়ার জড়িত পরে।
আর এই দুই শ্রেণীর অপদার্থরা যখন আজ আহবান জানায় "চল বিজয়ের মাসে আমাদের প্রোফাইল পিকচার জাতীয় পতাকা দিয়ে বানিয়ে দুনিয়াকে জানিয়ে দেই আমাদের দেশপ্রেমের কথা"
তখন মুখে দিয়ে বের হয়ে আসে কিছু অবাঞ্চিত কথা।
যেদিন বাংলাদেশ সত্যিকারের স্বাধীনতা পাবে সে দিনই উড়াবো "লাস সবুজের" কেতন।
বিষয়: বিবিধ
১২৯৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'লাস সবুজের' জায়গায় 'লাশ সবুজের' পড়লে বিনোদন বিনোদন লাগতো! পড়বো এমন......???
মন্তব্য করতে লগইন করুন