কমিউনিটি ব্লগারস ফোরাম রিয়াদের মত বিনিময় সভা-
লিখেছেন লিখেছেন মেরাজ ২৯ নভেম্বর, ২০১৪, ০২:১৪:২০ রাত
রিয়াদের হয়ে গেল কমিউনিটি ব্লগার ফোরাম (সিবিএফ) এর মত বিনিময় সভা। বৃস্পতিবার রাতে রিয়াদের হারায় অনুষ্ঠিত এই মত বিনিময় সভা ব্লগার, লেখক, কবি, সাহিত্যিক এবং সাংবাদিকদের মিলন মেলায় রুপ নেয়। কানায় কানায় ভরে উরে মত বিনিময় সভার হল রুম। নির্ধারিত সময়ে হাফেজ কামরুল ইসলামের কোরআন তেলোয়াতে মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অতপর উদ্বোধনী বক্তব্য , নিবন্ধ পাঠ, উপস্থিত ব্লগারদের উন্মোক্ত আলোচনায় প্রানবন্ত হয়ে উঠো পুরো মত বিনিময় সভা। ব্লগাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরত্ব পায় মত বিনিময় সভায়।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য পেশ করেন অনুষ্ঠানের সঞ্চালক ব্লগার বিপ্লবী।
ব্লগার তীর্যক-১০ মূল নিবন্ধ পাঠ করেন। তিনি তার নিবন্ধে ব্লগ কি ও কেন ব্লগার এবং লেখকদের সংগঠিত হওয়ার প্রয়জোনীয়তা তুলে ধরেন। মূল নিবন্ধ পাঠ শেষে উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপস্থিত সম্মানিত ব্লগারগণ।
উন্মুক্ত আলোচনায় কবি তৌদিহ ইবনে ইউসূফ বলেন, ‘প্রবাসে আমাদের সংগঠিত হওয়ার বিকল্প নেই। সংগঠিত না হয়ে কিছু করা সম্ভব নয়। প্রবাসে আমরা সিবিএফ,রিয়াদের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে সাহিত্যচর্চা করতে পরি।’ সাংবাদিক সিরাজুল হক মানিক (দৈনিক নয়াদিগন্তের সৌদি আরব প্রতিনিধি) বলেন, ‘সিবিএফ, রিয়াদের পক্ষ থেকে আমরা সাংবাদিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করব। যারা লিখতে চান, তাদের সহযোগিতা করব। যারা সাংবাদিকতা করতে আগ্রহী, তাদের সংবাদিকতা শেখানো হবে। এ সংগঠন লেখকদের প্লাটফর্ম। ব্লগার কাহাফ বলেন, ‘প্রবাসে লেখালেখির সঙ্গে সম্পৃক্ত থাকা অত্যন্ত কঠিন। তবে ব্লগার লেখকদের এ ধরনের সংগঠন থাকলে সাহিত্যপ্রেমীরা লিখতে উৎসাহিত হবে। তাই যেকোনো মূল্যে আমাদের এই সংগঠনকে এগিয়ে নিতে হবে।’
"সিবিএফ আমাদের কি দিবে?" এই শিরোনামে আলোচনা করেন ব্লগার লোকমান। সমাপনী বক্তব্যে ব্লগার সোনালী দিন (মনিরুজ্জামান) বলেন, ‘আমরা চাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলতে। তাই সিবিএফ, রিয়াদ এ মতবিনিময় সভার আয়োজন করেছে। আপনাদের প্রতিটি মতামত আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। আপনাদের পরামর্শ ও সহযোগিতায় ব্লগার ও লেখকদের এ সংগঠন অনেক শক্তিশালী হবে এটিই আমাদের প্রত্যাশা।’
সমাপনী বক্তব্যের পর চলে ফটোশেসন। ব্লগার লেখকদের এমন সুন্দর একটি অনুষ্ঠানকে স্মৃতির এ্যালবামে স্মরনীয় করে রাখতে সবাই ফটো সেশনে অংশ গ্রহন করেন। শুরু হয় ক্লিক ক্লিক.. ... .. ..
অতপর নৈশভোজ। নৈশ ভোজ শেষে রাত ১২টায় সবাই ছুটে নিজ নিজ গন্তব্যে। অনুষ্ঠান অনুষ্ঠানিক ভাবে শেষ হয়ে গেলেও যেন আনন্দের রেশ রয়ে গেলো সবার হৃদয়ে।
ব্লগার,লেখক, কবি, সাহিত্যিক ও সাংবাদিককের অনুষ্ঠান যে এত মজার হতে পারে তা অনেকেই এর আগে উপলব্ধি করতে পারেনি।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল আনোয়ার, কাহাফ, ফরিদ মাহবুব, মোখতার হোসেন, সাঈদুর রহমান, মামুনুর রশীদসহ রিয়াদ কমিউনিটির ব্লগার ও লেখকবৃন্দ...
সবাই এক সাথে আছি থাকবো চিরদিন ইনশা-আল্লাহ
অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগ
ঠিক আগ মুহূর্তের গোল মিটিং
নিবন্ধ পাঠে তির্যক -১০
উপস্থিতির ফটো সেশন-১
উপস্থিতির ফটো সেশন-২
সবাই বলে খাবারটা বেশ মজা হয়েছিল...
উপস্থিতির ফটো সেশন-৩
বিদায় বেলা কেউ কেদোঁ না...
বিষয়: বিবিধ
২১৬১ বার পঠিত, ১৭৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সালাম।اسلام عليكم ورحمة الله وبركاتة।আমরা দাম্মামবাসি অচিরেই একত্রিত হবো ইনশা আল্লাহ ,
সালাম পৌছে দেবো ইনশা আল্লাহ!
আপনাদের জন্যেও অগ্রীম শুভ কামনা রইল
ব্লগার নাছির আলী ভাই!
সুস্হ্য-সুন্দর কার্য্যকর অমিত কল্যাণময়ী আদর্শ সমাজ-রাষ্ট্র গঠনে সিবিএফ রিয়াদ তার পথচলা অব্যহত রাখবে- মহান রবের কাছে এই আন্তরিক দোয়া জানাই!
উপস্হিত-অনুপস্হিত সকল ব্লগার ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি!!
ধুঁয়ায় ধুঁমায়িত হয়ে গেছে বলে চারদিক......।
ধন্যবাদ ভাই।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
ডর লাগেনি দিদি
মেরাজ ভাই! ঐ কন্যা কিন্তু ব্লগার ছালসাবিল ভাইয়ের বুক করা মাল!!!
আর স্টিকী পোষ্টের জন্যও অনেক অনেক শুভেচ্ছা।
মামুন ভাই!আপনাকে অনেক মিস করেছি প্রতি মুহুর্তে!!
আপনারা আছেন, আমাদের দো্যা সাথে আছে।
আপনিই পারতেন সেই অভাব দূর করতে
দোয়ার আবেদন রইলো
সিবিএফ এর সকলকে শুভেচ্ছা।
জন্মদিনের কেক দিলাম। সিবিএফ এর সকলকে ভাগ দিবেন কিন্তু।
আমার ভাগের অংশ রেখে দিয়েন লোকমান ভাই!!!*-
আর ফখরুল ভাই আপনাদের এ হামলা প্রতিহত করা হবে... এত তাড়াতাড়ি সদস্যপদ হারানো যাবে না
খাবার বলে কথা
ইনশা আল্লাহ!সময় মত না হয় আমরাই হাত বাড়াবো @ফেরারী মন!: :
মানে....দেশে আসলে আপনাদের সাথে সাক্ষাৎ হবে তো......???
মেরাজ ভাই মনে হয় একটু বিজি!
স্বদায়ীত্বে আমিই নিয়ে নিলাম আপনার শুভেচ্ছা!একাই নিবো না,পৌছে দিবো!
রিয়াদ প্রবাসী ব্লগাররা যেন অনেক কাছের কখনো দূরের মনে হয় না।
এই আয়োজনকে স্বার্থক করতে যারা নিরলস কাজ করেছেন তাদের জন্য উত্তম জাজা কামনা করছি মহান রবের দরবারে।
মেরাজ ভাই...ওইখানে কিছূ সামাজিক কার্যক্রম শুরু করা যায় না?
এই যেমন আবিয়্যাত্তা আই বুড়োদের...জোর করে পাজকোলা করে পানিতে নামানো...থুক্কু
..আমি এখানে কিন্তু লোকমানকে ইন্ডিকেট করে কিছু বলি নাই!
মনে করে নিলাম আসলেই লোকমান ভাইকে আপনি ইন্ডিকেট করে বলেন নি!!!
উপস্থিতিদের যারা এখনও ব্লগে রেজি: করেননি সিবিএফ’র সদস্যরা উনাদেরকে রেজি: করতে সহযোগিতা করবেন আশা করি ।
আন্তরিকতায় পুর্ণ এমন সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ ও জাযাকুমুল্লাহু খাইরান জানাচ্ছি উপস্হিতিদের পক্ষ হতে!
নিবন্ধিত সদস্য হতে সবার প্রতি উৎসাহ থাকবে আমাদের!
আমিও নিজেকে ধন্য মনে করছি এবং
সিবিএফ এর সফলতা কামনা করছি
'ভাল লাগা নিয়েও গেলাম'
হেতে কবি নাকি কপি পেস্টের ফ্যাক্টরি ??????????
সিবিএফ এর অগ্রযাত্রা চলতেই থাকবে ইনশাআল্লাহ!
শুভেচ্ছা পেয়ে আরো আশাবাদী হলাম
শুভেচ্ছা পেয়ে আরো আশাবাদী হলাম
শুভেচ্ছা পেয়ে আরো আশাবাদী হলাম
ভাইয়া এখানে ব্লগার কাহাফ কোনটা -- ব্লগার আফরা তার এক পোষ্টে বলেছে উনি নাকি গুহার মধ্যে বসে ব্লগিং করে -- তাই এই মানুষটি দেখতে কেমন দেখবার মন চায়
হে কপি রাইটের জনক থুক্কু কপি পেষ্টের জনক তোমার বিহনে আমরা এতটাই কাতর যে শ্বাস নিতেও ভুলে যাই।
তুমি ফিরে আসো আমাদের মাঝে; বিনুদুনের অভাবে ব্লগবাড়িতে হাসির অকাল পড়েছে …
আপনিও চলে আসেন বেড়ানো যাবে। আর আপনি তো আছেন আমাদের সাথে
দোয়া করি আল্লাহতায়ালা কবুল করুন ..
আল্লাহ্ আপনার দোয়া কবুল করুন। আমীন
সি বি এফ বিশ্বের প্রতিটি প্রান্তরে দেশ ও দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। পোস্ট দাতাকে অনেক ধন্যবাদ
কমিউনিটি ব্লগারস ফোরামের মত বিনিময় সভা
http://correctnews24.com/কমিউনিটি-ব্লগারস-ফোরামের/
আফনের খুশিতে কাইন্দা ফালাইবাম কিন্তু!
কই থাহুইন আইন্নে?
এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক উন্নতি হয়।
কিছু মানুষকে দেখেছিলাম। যারা কিছু চিন্তা কিছু করতে পারার মত হিম্মত রাখে।
তাদের প্রতি ভরসা ও করার মত চেহারাগুলো।
সেই তাদের ই আজ এক জায়গায় দেখলাম।
সবার জন্য শুভ কামনা।দোয়াতো ছিল ও থাকবে।
আশা করছি আগামীতে একসাথে কিছুক্ষণ - প্রত্যাশা আছে।
মন্তব্য করতে লগইন করুন