মুসলমানদের কোরবানীতে যাদের চুলকানী লাগে…
লিখেছেন লিখেছেন মেরাজ ১৯ অক্টোবর, ২০১৪, ১০:৩০:১২ রাত
বিশ্বের একমাত্র হিন্দু দেশ হলো নেপাল, আর সেখানেই প্রতিবছর চলে নির্বিচারে পশু হত্যার উম্মাদনা। এ যেন দেখেও না দেখার ভান করা।
গাধিমাই উৎসব নেপালের কয়েক হাজার বছর ধরে চলমান এক পশু হত্যা উৎসব। শক্তির দেবী রুপে খ্যাত “গাধিমাই’কে পূজা করতে এ পশু হত্যা উৎসব করে হাজার হাজার অন্ধভক্ত প্রতি পাচঁ বছর অন্তর অন্তর।
গাধিমাই উৎসবটি অনুষ্ঠিক হয় নেপালের রাজধানী কাঠমান্ডুর প্রায় ৭০ মাইল দক্ষিণ-পশ্চিমের বারা জেলার নিজগড়ের কাছে গাধিমাই নামক স্থানে।
প্রতি বার এই গাধিমাই উৎসবে গরু, মহিষ, শুকর, ছাগল, মুরগী ও কবুতর সহ প্রায় ৩ থেকে ৫ লাখ পশু বলি দেয়া হয়।
বিষয়: বিবিধ
৬৫৭৯ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাচি থাক বতৎ
নাকি বিনুদুন দিতে বাইচ্ছা আছে?!?
আসলে হিন্দুরা প্রকৃতই জঙ্গি ,
যে গরুকে তারা মা বলে ডাকে ,
সেই গরুকেই আবার হত্যা করে ,
আসলে হিন্দুরা প্রকৃতই জঙ্গি ,
আর এই হিন্দুদের প্ররোচনাতেই মুসলিম-লীগ হতে মুসলিম বাদ দিয়া
ভারতের দালালরা বানাইছে জঙ্গি-লীগ,
এই জঙ্গি-লীগ বাংলাদেশের ১ টি গজব,
আল্লাহ তুমি আমাদের পাপের জন্য জঙ্গি-লীগের মত গজব দিও না ,
এই জঙ্গি-লীগকে হয় তুমি হেদায়েত দাও , নতুবা লানত দিয়া ধ্বংস করে দাও ,
সবাই বলুন আমিন ......
....
আবার
প্রলয় যখন আসে দেবালয় বাদ যায়না
এতেই সে ধন্য।
চেয়ে আরু খারাপ
আপনাকে মুবারকবাদ
মন্তব্য করতে লগইন করুন