শবে বরাতের আমল... ? ? ?
লিখেছেন লিখেছেন মেরাজ ১১ জুন, ২০১৪, ১২:০৩:০৪ রাত
শবে বারতের রোজা কয়টা আর সেই রাতের বিশেষ ইবাদত গুলো কি কি এবং কি করে আদায় করতে হয়ে, দয়া করে কেউ একজন যদি জাল এবং জয়ীফ হাদিসের দলীল দিয়ে ব্যাখ্যা করে দিতেন।
আরেকটা কথা; হালুয়া-রুটি কি নিজ ঘরেই ময়দা আর সুজি দিয়ে বানানো লাগবে, নাকি বাজার থেকে কিনে আনলেও চলবে?
বিপদে আছি... সারা বৎসরের রিজিক লিখা হবে কিনা এই দিনে (!) ছেলে...মেয়ে...বৌ... সংসার দিন দিন বড় হচ্ছে।
বিষয়: বিবিধ
১৫৯৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
মন্তব্য করতে লগইন করুন