শবে বরাতের আমল... Thinking? Thinking? Thinking?

লিখেছেন লিখেছেন মেরাজ ১১ জুন, ২০১৪, ১২:০৩:০৪ রাত

শবে বারতের রোজা কয়টা আর সেই রাতের বিশেষ ইবাদত গুলো কি কি এবং কি করে আদায় করতে হয়ে, দয়া করে কেউ একজন যদি জাল এবং জয়ীফ হাদিসের দলীল দিয়ে ব্যাখ্যা করে দিতেন।

আরেকটা কথা; হালুয়া-রুটি কি নিজ ঘরেই ময়দা আর সুজি দিয়ে বানানো লাগবে, নাকি বাজার থেকে কিনে আনলেও চলবে?

বিপদে আছি... সারা বৎসরের রিজিক লিখা হবে কিনা এই দিনে (!) ছেলে...মেয়ে...বৌ... সংসার দিন দিন বড় হচ্ছে।

বিষয়: বিবিধ

১৫৯৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233498
১১ জুন ২০১৪ রাত ০১:২৯
Mujahid Billah লিখেছেন : জীবনের চলার পথে হয়ত বা মনের
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
233565
১১ জুন ২০১৪ সকাল ০৮:৫৪
ইমরান ভাই লিখেছেন : প্রত্যেক রাতের শেষ তৃতিয়াংশে উঠে তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে দুআ করুন তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
233566
১১ জুন ২০১৪ সকাল ০৮:৫৫
233573
১১ জুন ২০১৪ সকাল ০৯:০৪
চোরাবালি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
233589
১১ জুন ২০১৪ সকাল ১০:০৯
দ্য স্লেভ লিখেছেন : রুটি মুটি যা বানানোর তাড়াতাড়ি বানান এরপর আমাকে ডাক দেন....খাওয়ার পর বলব-কোনটা বিদয়াত,কোনটা সুন্নাহ....তবে সাবানের ১৫ তারিখ বাদ দিয়ে রুটি বানান Happy
১১ জুন ২০১৪ সকাল ১০:৩৩
180228
প্রেসিডেন্ট লিখেছেন : <:-P <:-P <:-P <:-P Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১২ জুন ২০১৪ রাত ১২:৩৯
180615
মেরাজ লিখেছেন : রুটি কি দিয়ে বানামু? চাউলের নাকি ময়দার?
১২ জুন ২০১৪ সকাল ১০:৩৫
180705
দ্য স্লেভ লিখেছেন : চাউলের রুটি আর মুরগির ঝোল। দেশী মুরগী। ঝাল হবে বেশী Happy
233631
১১ জুন ২০১৪ সকাল ১১:৫০
প্রেসিডেন্ট লিখেছেন : শবে বরাত শব্দটিই আপত্তিকর, এর গোড়াতেই গলদ। কিছু আলিম অহেতুক এটি নিয়ে বিতর্ক করেন কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই। শবে বরাত শব্দযুগল ফারসী। আপত্তির কারণ সেটি নয়, বরং আপত্তির কারণ হচ্ছে এর অর্থ। ফারসীতে শব শব্দের অর্থ রাত এবং বরাত শব্দের অর্থ ভাগ্য। অর্থাৎ এ শব্দযুগলের অর্থ ভাগ্য রজনী যেটার উপর বিশ্বাস ঈমানের পক্ষে মারাত্বক ক্ষতিকর। বেশিরভাগ সাধারণ মুসলিম এ রাতে ভাগ্য লিপিবদ্ধ হয় বলে বিশ্বাস করেন এবং সে বিশ্বাস হতে এটি পালন করতে গিয়ে নানাবিধ শিরক ও বিদয়াতে জড়িয়ে পড়েন। ইসলামের একটি মৌলিক বিশ্বাস হচ্ছে তাকদীর। শবে বরাত তথা ভাগ্য রজনীতে বিশ্বাস তাকদীরে বিশ্বাসের বিপরীত। ভাগ্য রজনীতে বিশ্বাস করা মানে আপনি ঈমান হারানোর ঝুঁকিতে পড়লেন। অতএব, শবে বরাত বর্জনীয়- এ নিয়ে কোনো মতভেদ থাকা উচিত নয় মুমিনদের মাঝে। মতভেদ যেটা নিয়ে থাকতে পারে সেটি হচ্ছে -লাইলাতুল নিসফে বিন শাবান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File