হারানো দিন, হারানো প্রেম, পুরনো স্মৃতি...

লিখেছেন লিখেছেন মেরাজ ২৯ মার্চ, ২০১৪, ০৪:২৭:৪০ বিকাল

ক্রিকেটের এনালগ নিয়ম :-

√যার ব্যাট সে ক্যাপ্টেন

√বল ডাইরেক্ট ওয়ালে লাগলে six... গড়িয়ে গেলে four... ড্রপ না খেয়ে দেয়ালের ওপারে গেলে সোজা আউট, law is law

√বল যে বাইরে ফেলবে, সেই যেয়ে বল নিয়ে আসবে

√ফিল্ডার, লুঙ্গি দিয়ে বল ফিরালে সেটা বাউন্ডারি হবে

√জুনিয়র প্লেয়াররা শুধু ফিল্ডিং করতে পারবে ব্যাটিং-বোলিং করতে পারবে না

√যে দল জিতবে, সেই দল পরের ম্যাচে প্রথম ব্যাটিং পাবে

√যার ব্যাট, সে আগে ব্যাটিং করবে

√বল খেলতে না পারলে জোরে হয়েছে সুতরাং সেটা নো-বল

√ফুলটস বলে বোল্ড হলে নো বল হবে

√ক্যাপ্টেন আগে ব্যাটিং/ বোলিং করবে

√আজান দেয়া মাত্রই যে দল প্রথমে ব্যাটিং করত, তারা দৌড়ায়ে বাসায় চলে যেতে পারবে না বোলিং শেষ করে যেতে হবে

√লুঙ্গি পরে ব্যাটিং করার সময় বল লুঙ্গিতে লাগলে সেটা LBW হবে

√টসে একবার কান্ডামী করলে,টস্ তিনবার হবে '' দান দান , তিন দান ''

√যে বল ড্রেইনে ফেলাবে, তাকে সেটা তুলবে

√ডজ দিয়ে রান আউট করা যাবে না

√প্রথম বলেই আউট হয়ে গেলে সেটা আউট না, ওটা try বল ছিলো

√ব্যাটিং টিম,আম্পায়ারিং করবে, তবে খেলায় যে ব্যাট নিয়ে আসবে, সে থার্ড আম্পায়ারি হবে এবং তার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। (পাছে... সে যদি ব্যাট নিয়ে চলে যায় তখন? তখন শুধু বল দিয়ে তো 'সাত চারা' বা 'বোম্বাস্টিং' খেলা ছাড়া উপায় নাই)

√যে বল ফাটাবে, সে নতুন বল কিনে দিবে

√লাস্ট ব্যাটসম্যান, একা ব্যাটিং করতে পারবে

√উইকেটকিপার কে শুটকি বেপারী বলা হতো

√পুস্কুনিতে বল পরলে ব্যাটিং দল ডিলাইয়্যা আর বাশ দিয়ে বল আনার ব্যাবস্থা করবে

√ভিজা বল ড্রপ দিয়ে দিয়ে শুকিয়ে তার পর বল করতে হবে বলের গায়ে পানি ছিল প্রমান করতে পারলে নট আউট

√লেগস্পিনের কথা বলে অফস্পিন করলে সেই বলে আউট নাই

√যে জানালার কাঁচ ভাঙ্গবে, তাকে জরিমানা দিতে হবে

√জুতা দিয়ে ওয়াইডের দাগ চিহ্নিত করা হবে। ব্যাটসম্যান যাতে চোট্টামি না করে ওয়াইডের দাগ ছোট না করতে পারে, সেজন্য জুতার নিচে দাগ দেয়া হবে।

√বাউন্ডারির উপর দিয়ে মেরে পার্শ্বের বাসায় ফেললে সঙ্গে সঙ্গে আউট এবং তাদের সিকিউরিটিকে আঙ্কেল আঙ্কেল ডেকে বল আনা ব্যাটসম্যানের দায়িত্ব

√কেউ যদি আগে ব্যাটিং করে, পরে ফিল্ডিং না করে তাহলে তাকে এই মাঠে আজীবন নিষিদ্ধ করা হবে

√কোক বাজির খেলা হলে আগে ক্যাপ্টেনের কাছে চাঁদার টাকা জমা দিতে হবে। যে টাকা দিবে না, সে শুধু ফিল্ডিং করবে, ব্যাটিং বোলিং পাবে না না

ফিরিয়ে দে মোদের এনালগ নিয়ম ডিজিটালের গুস্টির কিলাই।

ভায়রা আর ভাতিজার ক্রিকেট টিম আমরা চাইনা। আর কতো তোদের সাথে থাকবো?

‪#‎বাংলাদেশ‬ ক্রিকেট টিমকে বলছি আমাদের আগের নিয়মে খেলা শুরু করো মানুষ তোমাদের ভালবাসবে আগেরমত।

বিষয়: বিবিধ

১২৯৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199769
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩২
ভিশু লিখেছেন : Rolling Eyes Smug Sad
একবার যেতে দে না...আমাদের আগের ক্রিকেট খেলায়... I Don't Want To See Day Dreaming Waiting
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৭
149443
মেরাজ লিখেছেন : আম্নের ব্যাট আছেনি? থাকলে আম্নের ক্যাপ্টেনTongue
199776
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৯
শিশির ভেজা ভোর লিখেছেন : এখুন আর ক্রিকেট খেলার সময় পাই নারে ভাই Sad Sad
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৬
149446
মেরাজ লিখেছেন : আমি একটু আগে খেলে এসেছিHappy>- Happy>- <:-P <:-P
199780
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : এইনিন মেরাজ ভাই , সকলে মিলে ক্রিকেট খেলি........
২৯ মার্চ ২০১৪ রাত ০৯:১৯
149619
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মেরাজ লিখেছেন : Thumbs Up
199791
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:১২
মেরাজ লিখেছেন : Thumbs Up
199851
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমার বল কোথায়, বল!
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
149575
মেরাজ লিখেছেন : রবিন্দ্র নাথকে জিজ্ঞাসা করতে হবে সে
"বল দাও মোরে বল দাও" বলে বলে আপনার বলটা নিয়ে গেছে।
199863
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
মাটিরলাঠি লিখেছেন : "ভায়রা আর ভাতিজার ক্রিকেট টিম আমরা চাইনা। আর কতো তোদের সাথে থাকবো?"

ভায়রা, ভাতিজা, আরো অনেক কিছু থেকে আমাদের মনে হয় মুক্তি নাই ....
২৯ মার্চ ২০১৪ রাত ০৮:৫৭
149596
মেরাজ লিখেছেন : Applause Applause Don't Tell Anyone
289236
২৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২১
ভিশু লিখেছেন : কান্ডামী কি? কতো প্রকার? কি কি? উদাহরণসহ লিখুন।
Love Struck Tongue Unlucky
২৯ নভেম্বর ২০১৪ রাত ০২:৩০
233035
মেরাজ লিখেছেন : আরেকটু সহজ ভাষায় বলে "চুরি তো চুরি আবার সিনা জুড়ি"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File