ক্যাশ টাকা
লিখেছেন লিখেছেন মেরাজ ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:০৪:৪৪ রাত
না না চাইনা, না না চাইনা
কোন ক্রেস্ট, সম্মামনা
ক্যাশ টাকা হলো
আমি তাতেই খুশি।
এক বস্তা টাকা হতে হবে
গ্রহণ করবো তাকে তবে
শুধু ক্যাশের পরিমানটা
হতে হবে বেশী
পদ দিব যাকে তাকে
পদ দিব বান্ডিল দেখে
নিচ্ছিনা তবু পাব্লিক যখন
দিতে চাইছেন প্রচুর ধন
না নেয়াই সভ্যতা, তা
আইনে কোন দেশী?
লক্ষ যখন আসল টাকা
মধ্যে কেন লজ্জা রাখা
আমি তুমি মিলে দুজন
ঘর সাজাবো মনের মতন
বৌয়ের আরেক বিয়ে দেবো
হবে প্রতিবেশী।
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন