সাহসী মানুষের খুজেঁ
লিখেছেন লিখেছেন মেরাজ ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:০৪:২১ রাত
"আমার বউ বলেছে মরতে আমায়
ও আমি জীবন রাখতে পারবোনা
বউ আমার নয়ন মণি ফেলতে কথা পারবো না ।
রেল লাইনে বডি দেব .....মাথা দেব না......"
রাজ সভায় বসে আছেন রাজা চিন্তিত মন নিয়ে। সেখানে উজির-নাজির, পাইক-পেয়াদা থেকে শুরু করে রাজ্যের মানুষ হাজির। খুব দুশ্চিন্তায় আছেন রাজা। রাজ্যে বউকে ভয় পায় না এমন মানুষ পাওয়া যাচ্ছে না?!? এইটা একটা কথা হলো? রাজা বলে, আমি ভয় পাই, উজির ভয় পায়, এমনকি তাবৎ দুনিয়ার মানুষ বউকে ভয় পায় এমনকি আমার যুদ্ধবাজ সেনাপতি- সেও নাকি বউরে ভয় পায়!! রাজার ইচ্ছে ঐ রকম একজন বীর মানুষকে দেখতেন যে কিনা বউকে ভয় পায় না।
দরবারে বসে রাজা বলেন, “আমার প্রজাদের মধ্যে যারা বউরে ভয় পাও তারা আমার হাতের ডান দিকে আর যারা ভয় পাও না তারা বাম দিকে যাও।” সঙ্গে সঙ্গে প্রজাদের মধ্যে ধাক্কাধাক্কি লেগে গেল কে আগে গিয়ে বউকে ভয় পায় সেই লাইনে দাড়ানোর জন্য। কয়েক মিনিট পর দেখা গেল বাম দিকে হাড্ডিসার একজন খালি একা দাড়িয়ে আছে! রাজা এই সাহসী জনকে জিজ্ঞাসা করিল, "কি মিয়া তোমার দেখি ভীষণ সাহস! বউরে ভয় পাওনা না? ঘটনা কি খুলে বলতো। আমাদেরও জ্ঞান দাও কেমন করে বউকে না ভয় পেয়ে থাকা যায়!” লোকটি হাত কচলাইতে কচলাইতে বলিল, “রাজা মশাই আমার বউ কইছে সবাই যেদিকে যায় সেদিকে যেন আমি না যাই। হের লাইগ্যাই তো আমি বাম দিকে খাড়াইয়া আছি।”
বিষয়: বিবিধ
২০৩৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অবিবাহিতরা এমন বউদের তোড়াই কেয়ার করে !!
মাছ ধরার পর কেউ কি মাছকে খাবার দেয় ?
বিয়ার আগে মানুষ, বিয়ার পর গরু, তারপর মাকড়সা, তারপর .....
অর্থাৎ ছিল দুই পা, তারপর চার পা, তারপর ছয় পা, তারপর .....
"সাহসী মানুষ বইলা কিছু নাই - খুঁইজা লাভ নাই, কিন্তু ....
বাট সাহসে হাঁটু কাঁপে যে!
থুক্কু, বউ আবার হুনলোনাতো।
মন্তব্য করতে লগইন করুন