একাল সেকাল (কাল্পনিক প্রেম)

লিখেছেন লিখেছেন মেরাজ ১৭ জুন, ২০১৩, ০৩:১৯:৩৫ রাত

সুরঞ্জিত বাবু আর দীপু মনির মাঝে গভীর প্রেম ছিল, কিন্তু ধর্মের মিল না থাকাতে তাদের প্রেম সংসারের দিকে গেলনা।

তার পর বহু বছর কেটে গেল... কিন্তু পরকীয়া থেমে থাকেনি... ... ...

তার পর এক সময় বয়সের ভাটা পরাতে দীপু নতুন সাথী খুজে নিলেন (সাথীর নাম আমাদের রাষ্ট্রের সম্মানের সাথে জড়িত বলে প্রকাশে অপারগতা প্রকাশ করছি)

এদিকে দীপু মনির সংসারে একটি পুত্র সন্তান হল, আর সুরঞ্জিতের একটি কন্যা আরেকটি পুত্র সন্তান হল, এভাবে তাদের দিন ভালই কেটে যাচ্ছিল।

পুরাতন প্রেম আবার মাথা চড়া দিয়ে জাগল

(কৈশোরের সেই প্রেম এখনো দেয় দলা/সব স্মতি মনে পরে সহজ কি ভুলা/ ভুলতেও চাইলে যায়না তো ভুলা)


ঠিক এই রকম করে একদিন দীপু মনি তার পুরাতন ইয়ারানার বাড়িতে গেলেন আর সুর বাবুর ছেলে মেয়ের খুব খেয়াল করে দেখলেন আর সেই যুগকে মনে মনে গালি দিতে লাগলেন। {যে যুগে ভিন্ন ধর্মাবলী দের বিয়ে করার ফতুয়া বাআল চালু করতে পারেনাই}

বাড়ী ফিরে দীপু মনি সুর বাবুকে ফোন দিলেনঃ- তা হলে পাক্কা কথা দেন বেয়াইন সাহেব আমার সন্তান আর আপনার সন্তানের বিয়ে সামনের মাঘ মাসে ১৫ তারিখই হবে।

.

.

.

.

.

.

.

.

.

.

.

সুরঞ্জিত বাবু একটু সময় নিয়ে জবাব দিলেনঃ- আপনার ছেলের জন্য আমার ছেলেকে নাকি মেয়েকে পছন্দ করেছে?

জয় বাংলা

পরকীয়া সমলা!!

জয় বাংলা

সমকামী সামলা!!

জয় বাংলা

গৌরী বালার জাত কামলা!!!

বিষয়: বিবিধ

২০৭২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313351
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:০৯

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File