গত পরশু দিন অনুষ্ঠানহীন ৪৭তম অনলাইন জন্মদিন পালনপূর্বক আমার ৪৮ বছরে পদার্পণ উপলক্ষ্যে আঠার বছর আগে একটা টুকরা কাগজে কাঠ পেন্সিলে লেখা একটা স্মৃতিচারণমূলক কবিতা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ মোজাম্মেল হক ২০ জুন, ২০১৩, ১০:৪৬:১৬ রাত

তোমাদের জন্য

জানি – সব মুছে গিয়ে থাকবে শুধু কিছু স্মৃতি

একদিন সব কষ্ট মুছে গিয়ে থাকবে শুধু কিছু ভাল লাগা অনুভূতি

জীবন – থাকেনা থেমে কারো জন্য কিছুমাত্র

কোন্ মুহুর্তে ক্ষণে অতিক্রম করে চিরতরে আমরা পেরিয়ে যাই

প্রিয় কাংখিত কোন পর্যায় জীবনের একেকটি ধাপ

আমরা বুঝতে পারিনা

আজ যা অন্য রকমের ভাললাগা কিম্বা দুঃখময় বেদনা

সময়ের ব্যবধানে একদিন তা কাঁদাবে

অথবা তা-ই হবে সুন্দর সূখময় সান্তনা

যত যন্ত্রনা বেদনা গ্লানি সব মুছে গিয়ে একদিন জানি

থাকবে শুধু জীবনের ফেলে আসা দিনগুলোর

এই ঋদ্ধ যৌবনের উদ্ভিন্ন তারুণ্যের মধুরতম স্মৃতি

স্মৃতির আয়নায় ভালবাসা মানুষকে কাঁদায়

তবুও আমরা বারে বারে ফিরে যাই নিবেদনের দ্বারে

রুদ্ধ কপাটে ঠুকরে মরি হাহাকার করি

বোধ করি পূর্ণতার মাঝে অসীম শুন্যতা

গন্তব্য ভেবে ভুল করে জীবনের প্রতি ঘাটে নামতে চাই

সুদূরের মঞ্জিল ভুলে

এ-ই হলো প্রিয় অলকা আর কাজরী -

মানুষের জীবনের অমোঘ বৈশিষ্ট্য পরিচয় পরিণতি

এ জগত হলো নমুনার প্রতিচ্ছবি শুধু

এখানে কিছুই চিরদিনের নয় এখানে চিরন্তন বলে কিছু নাই

আছে শুধু প্রতিশ্রুতি আত্মসত্ত্বার উপস্থিতি সাথে নিয়ে

যাপিত জীবনের ফেলে আসা সব বেদনা-মধুর স্মৃতি ...

১০/১০/১৯৯৫

দক্ষিণ ক্যম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিষয়: সাহিত্য

১৮০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File