ফেলুদার ডায়রি-৯
লিখেছেন লিখেছেন ফেলুদা ০৯ জানুয়ারি, ২০১৩, ০২:০১:৫৮ দুপুর
ফেলুদা সিরিজি পড়ুন
ফেলুদার ডায়রি-১
ফেলুদার ডায়রি-২
ফেলুদার ডায়রি-৩
http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/1715/feluda/215#.UO0cFaya2pU
" target="_blank" target="_blank" rel="nofollow">ফেলুদার ডায়রি-৪
ফেলুদার ডায়রি-৫
ফেলুদার ডায়রি-৬
ফেলুদার ডায়রি-৭
ফেলুদার ডায়রি-৮
ফেলুদা ভাল বাই সাইকেল চালাত। তার চাচার একটা সাইকেল ছিল। প্রতিদিনই ওঠানে এই সাইকেল চালাত ফেলুদা। মাঝে মাঝে বাজারে যেত। বাজার থেকে ব্যাগ ভর্তি বাজার নিয়ে সাইকেলে বাড়ী আসত।
একদিন বাজারে গেল ফেলুদা। বাজারে ঢুকতেই একজন বলল, কি রে ফেলুদা, তোর থেকে তোর সাইকেলই বড়। মানে সাইজে বড়। ফেলুদা তখন প্রাইমারী স্কুলে পড়ে। সাইকেলের সিটের উপর দিয়ে চালাইতে পারেনা। ফেলুদা সবসময় সাইকেলের পেডেলের ভিতর দিয়ে চালাত। হয়ত এ কারণেই সবাই বলত, ফেলুদার চেয়ে ফেলুদার সাইকেল বড়।
এরপর সাইকেল সিটের উপর দিয়ে বসে চালানো শিখল। একদিন গেল ছোট ফুফু বাড়ীতে। প্রায় দুই ঘন্টার পথ। ফুফুর বাড়িতে গিয়ে রাতে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হল ফেলুদা। সে কি জ্বর!! মাগো মা !!! একশত পাঁচ ডিগ্রি। তিন দিন জ্বরে ভোগল। এর পর থেকে ফেলুদা খুবই কম সাইকেল চালাত।
বিষয়: সাহিত্য
১৩৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন