ফেলুদার ডায়রি-৭
লিখেছেন লিখেছেন ফেলুদা ০৭ জানুয়ারি, ২০১৩, ০৯:০৩:০৭ রাত
ফেলুদা গান শুনত।
প্রচুর গান পাগল একজন মানুষ ফেলুদা।
গুনগুনিয়ে, বাথরুমে ভালই গাইতে পারে গান। তবে ফেলুদা একবার শিল্পী হয়েছিল। গান গেয়েছিল।
স্কুল জীবনের শেষ সময়টা সবারই থাকে স্মৃতিময়। সেই স্মৃতির বাক্স খোলে ফেলুদা খোঁজে পেল এই গান গাওয়ার আদি অন্ত।
টেস্ট পরীক্ষা শেষ। আর মাত্র কয়েকদিন পর এসএসসি পরীক্ষা। স্কুলে ক্লাস নেই। একদিন সবাই মিলে ঠিক করল, সবাই গান গাইবে। গানের আসর বসাবে। স্কুল জীবনকে স্মৃতিময় করে রাখতে এই আয়োজন।
গানের আসর শুরু হল। গাইন গাইছে। একে একে সবাই গাইল। এবার ফেলুদার পালা। ফেলুদা গাইল-
সবার জীবনে প্রেম আসে
তাইতো সবাই ভালবাসে
প্রথম যারে লাগে ভাল
যায় না ভুলা কভু তারে।
সবাই তো হতবাক। ফেলুদা একি গান গাইল। যে কোনদিন মেয়েদের সাথে কথাই বলেনা, তার কণ্ঠে এমন গান...। মাগো মা।
এরপর ফেলুদা কয়েক বছর গান করেছিল।
ছবি: বিং
বিষয়: সাহিত্য
১১৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন