ফেলুদার ডায়রি-৬

লিখেছেন লিখেছেন ফেলুদা ০৭ জানুয়ারি, ২০১৩, ০৯:৪৭:৫৪ সকাল



যাত্রা। নামটা বাঙালী সংস্কৃতির সাথে হাজার বছর ধরে মিশে আছে। আশি, নব্বই দশকের প্রজন্মের সবাই কমবেশি যাত্রা অনুষ্ঠানের সাথে পরিচয় আছে। ফেলুদার গ্রামেও যাত্রা অনুষ্ঠান হতো। জনপ্রিয়ও ছিল। শীতের মওসুমে মাসব্যাপী যাত্রানুষ্ঠান হতো।

ঢাকা, জামালপুরসহ বিভিন্ন শহর থেকে যাত্রার অভিনয় শিল্পী ( মেয়ে) নিয়ে এসে যাত্রানুষ্ঠান হতো। টিকিটের ব্যবস্থা থাকতো।

একবার এক শীত মওসুমে মাসব্যাপী যাত্রানুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানের আয়োজক কমিটির একজন ছিল ফেলুদার জেঠা ( বাপের বড় ভাই, আঞ্চলিক ভাষা)। উনি ফেলুদাকে বলল, যাত্রা দেখবে। রাতে চলো এসো। ফেলুদা গেলনা। কয়েকদিন পর জেঠা ফেলুদাকে জোর করেই যাত্রা দেখতে নিয়ে গেল।

বাজারের পাশেই টিন দিয়ে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। সর্বনিম্ন দশ টাকা থেকে পঞ্চাশ টাকা টিকিটের হার। তবে ফেলুদার লাগেনি। জীবনে প্রথম যাত্রা দেখল। প্রথম বইটির নাম ছিল কমলার বনবাস। সাথে ছেলে-মেয়েদের লাইভ নাচ অনুষ্ঠান।

আরেকবার আরেক মজার কাণ্ড ঘটে গেল। এলাকার প্রভাবশালী দুই গ্রুপের মধ্যে বিবাদ হল যাত্রানুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানরে মাঝে টিকিট নিয়ে ঝগড়া। এক পর্যায়ে মামার গ্রুপের হাতে ভাগ্নে গ্রুপ মার খেল।

ছবি : গুগল

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File