ফেলুদার ডায়রি-১৮
লিখেছেন লিখেছেন ফেলুদা ০২ জুন, ২০১৩, ১১:৪৭:১৫ সকাল
সময়টা ২০০৫ এর মাঝামাঝি। তখন ফেলুদা ঢাকায় পড়ালেখা করে। পাশাপাশি পার্টটাইম সাংবাদিকতা ও টিউশনি নিয়ে ব্যস্ত। চলছে এভাবে জীবনের গতি। এসময় টা ঢাকায় তেমন যানজট ছিলনা।
তখন ফেলুদা থাকত মোহাম্মদপুরের আজিজ মহল্লায়। আজিজ মহল্লা থেকে সোহরাওয়ার্দী উদ্যান বেশি দূরে নয়। প্রতিদিন বিকেল বেলা আসর নামাজের পর হাঁটতে যেত উদ্যানে।
উদ্যানে সন্ধ্যার পর যখন আকাশে চাঁদ উঠত, তখন উদ্যানের নরম ঘাসের ওপর শুয়ে শুয়ে ভাবত ফেলুদা। ভাবত প্রকৃতির সাথে প্রেমের সর্ম্পকের কথা। এসময় আকাশে উড়ে বেড়াত কাক, কোকিল, আরো অনেক পাখি। পাখিদের কলকাকলীতে ফেলুদা চলে যেত অন্য এক ভুবনে।
চলবে......
ছবি : ইণ্টারনেট
বিষয়: বিবিধ
১৩৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন