ফেলুদার ডায়রি-১৭

লিখেছেন লিখেছেন ফেলুদা ২৪ মে, ২০১৩, ০৪:৩৩:২৪ বিকাল



ফেলুদার লেখালেখির বয়স কমনা। ক্লাস সেভেন থেকেই লেখালেখি শুরু। তারপর আর থেমে নেই। সাপ্তাহিক,মাসিক, পাক্ষিক, দ্বি-মাসিক, দৈনিক সব পত্রিকায় নিয়মিত লিখেছেন। এরপর ব্লগ- এখানেও লিখেছেন প্রায় পাঁচ বছর।

লিখতে গিয়ে অভিজ্ঞতাও কম হয়নি। তিক্ত-মধুর বিবিধ অভিজ্ঞতা এসে জমা হয়েছে ফেলুদার ডায়েরিতে। এই ডায়েরির পাতা থেকে প্রত্যেকটা ঘটনা ব্লগে শেয়ার করার পরিকল্পনা নিয়েছে ফেলুদা।


তবে এই ব্লগে ফেলুদা অলরেডি ষোলটি পর্ব লিখেছেন। কিন্তু একটা অভিজ্ঞতা আজ শেয়ার করবে ফেলুদা। চলুন শুরু করি.....

এই ব্লগে রুচিশিল-সৃষ্টিশীল অনেক ব্লগারই রয়েছেন। রয়েছেন নানা মতাদর্শের ব্লগারও। তবে ভাল লেখায় মন্তব্য খুবই কম আসে। অনেকেই হয়তো প্রশ্ন করবেন-- এই বিষয় নিয়ে ব্লগে বিতর্ক তুলছেন কেন?

কিন্তু প্রশ্নটা একটু বুঝার চেষ্টা করুন। অনেক ভালো লেখাই এই ব্লগে পোস্ট হয়েছে। কিন্তু এই লেখাগুলো পড়া খুবই কম হয়েছে। মন্তব্য না হয় বাদই দিলাম।

যাই হোক..... ভালো লেখার পাঠক কম থাকলেও লেখা বেঁচে থাকে অনেক কাল।

চলবে...

বিষয়: বিবিধ

১৫৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File