পঁচিশে ফেব্রুয়ারি
লিখেছেন লিখেছেন শফিক সোহাগ ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:১৬:৩০ সন্ধ্যা
কিছু শব্দ ধার দিবে আমায়?
একটি কবিতা লিখব।
সুঁই-সুতাও লাগবে আমার
একটি শব্দমালা গাঁথব।
.
কোন শব্দ নেই কবিতা লিখার
এ যাবৎ শিখেছি যত,
কোন মালা নেই এ ধরায়
যে মালা গাঁথব তার মত।
.
কিছু আবেগ দিবে আমায়?
একটি দুঃখের কথা বলব,
সাথে কিছু অশ্রু দিও
নীরবে কিছুক্ষণ, আমি কাঁদব।
.
আবেগ যত ছিল তা দিয়ে
পারছিনা সে কথা বলতে,
সব অশ্রু শেষ হয়েছে
আর পারছি না কাঁদতে।
.
কিছু শক্তি দাও আমায়
একটি চিৎকার করব!!
চিৎকার করে করে আমি
সে কথাটি বলব।
.
আমার চিৎকার যদি কেউ না শুনে,
চিৎকার রাখব আমি জারি,
আমার কথা যদি কেউ না বুঝে
তবুও বলব পঁচিশে ফেব্রুয়ারি।
.
বিষয়: বিবিধ
১০৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ দিতে চাইনা কবিতার জন্য এ কবিতাতো ওহ............
শুকরিয়া শেয়ার করার জন্য
দোয়া করবেন।
মন্তব্য করতে লগইন করুন