তোমার আর আমার ঈদ

লিখেছেন লিখেছেন শফিক সোহাগ ২৭ জুলাই, ২০১৪, ০৫:৫৭:৫৫ বিকাল

তোমার আর আমার ঈদ

(আমি গাঁজার এক শিশু)




তুমি যখন আকাশে খোঁজ- চাঁদা উঠল বুঝি,

আমি তখন আকাশে ইসরাইলী কামানের গোলা খুঁজি।

.

তুমি যখন প্রহর গুন চাঁদ দেখে হাঁসিতে,

আমি তখন প্রহর গুনি রক্ত সাগরে ভাসিতে ।

.

বন্ধুদের সাথে তুমি যখন ঘুরবে দল বেঁধে,

লাশ নিয়ে আমিও তখন ঘুরবো কেঁদে কেঁদে।

.

পাড়া থেকে পাড়ায় যাবে তুমি বন্ধুদের নিয়ে,

কবর থেকে কবরে যাবো আমি দাফন দিয়ে।

.

ঈদে লাল টুকটুকে একটা জামা তোমার আছে,

আমারও কম কি? কাফন আছে আমার কাছে ।

.

ফিরনী সেমাই পায়েশ খাবে তুমি এটা জানি,

আমি খাবো একমুটো শুকনো খাবার আর পানি ।

.

ভাবছো কি তুমি? ঈদ হবে না আমার,

ঈদ আছে আমার, হোকনা আমি শিশু গাজার।

.

জানতে চাও? ঈদ আমি করবো কোথায় কখন,

জান্নাতুল ফোরদৌসে করব ঈদ, শহীদ হব যখন।

.

সেদিন হাঁসবো আমি করব ঈদের সকল খুশি,

অবাক হয়ে তাকিয়ে, দেখবে আমায় পুরো বিশ্ববাসী।



বিষয়: বিবিধ

১২৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248836
২৭ জুলাই ২০১৪ রাত ০৮:১৪
বাজলবী লিখেছেন : জাযাকাল্লাহ খাইর।
২৭ জুলাই ২০১৪ রাত ১০:১০
193393
শফিক সোহাগ লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
248840
২৭ জুলাই ২০১৪ রাত ০৮:২০
আবু সাইফ লিখেছেন : ঈদ আর "ঈদ" নেই

ঘর নেই নিদ নেই

কষ্ট ও দুঃখে!!


কী যে ব্যথা বুকে!!! At Wits' End Praying

জান্নাতুল ফোরদৌসে করব ঈদ, শহীদ হব যখন।
সেদিন হাঁসবো আমি করব ঈদের সকল খুশি,
অবাক হয়ে তাকিয়ে, দেখবে আমায় পুরো বিশ্ববাসী।
২৭ জুলাই ২০১৪ রাত ১০:১০
193392
শফিক সোহাগ লিখেছেন : ধন্যবাদ আপনাকে। সত্যি ঈদ আর "ঈদ" নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File