‘শিক্ষকের মর্যাদা’ দেয়া না আদায়ের বিষয়

লিখেছেন লিখেছেন শফিক সোহাগ ২৫ জুন, ২০১৪, ১২:১৭:৫২ রাত



সেদিন ফিজিক্স ক্লাসে লেকচারের ফাঁকে ম্যাডাম আক্ষেপের সাথে একটা বললেছিন- ‘একজন টিচার হিসাবে ভার্সিটি সম্মানি হয়তো টিচারদের দিতে পারছে। কিন্তু স্টুডেটরা টিচারদের যথাযথ সম্মান দিচ্ছে না। জানি না, অন্য টিচাররা পান কি না তবে আমি স্টুডেনদের কাছ থেকে সেটা পাইনি। আজকাল স্টুডেটরা টিচারদের সম্মান দেয় না, শ্রদ্ধাবোধ দেখায় না......।’

ম্যাডামের এই কথা শুনার সাথে সাথে আমার ‘শিক্ষকের মর্যাদা’ কবিতাটির কথা মনে পড়ল। কবিতাটি সম্পূর্ণ আমার মুখস্থ ছিল চেষ্টা করলাম কবিতাটি স্মরণ করার জন্য। নাহ, পাচ/ছয় লাইনের বেশী পারলাম না। আমার কাছে কেন জানি বারবার মনে হচ্ছিল ম্যাডামের এই আক্ষপের জবাব ওই কবিতায় আছে। বাসায় এসে কবিতাটি পড়লাম। হ্যাঁ, পেয়ে গেছি উত্তর।

কবিতার মূলকথা এমন ছিল-‘ বাদশাহ আলমগীরের ছেলেকে দিল্লির এক মৌলভী পড়াতেন। একদিন সকালে বাদশাহ দেখেন বাদশাহর ছেলে মৌলভী সাহেবের পায়ে পানি ঢালছে আর মৌলভী নিজ হাতে পায়ের ধুলা পরিষ্কার করতেছেন। শিক্ষক মৌলভী খুব ভয় পেয়ে গেলেন। বাদশাহের পুত্রকে দিয়ে পানি ঢালার অপরাধে তিনি চিন্তিত হয়ে গেলেন। অবশেষে নিজেকে নিজেই শান্তনা দিলেন এই ভেবে- “শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার।” পরদিন সকালে বাদশাহর দূত শিক্ষকে কেল্লাতে ডেকে নিয়ে গেল। বাদশাহ শিক্ষককের উদ্দশ্যে বললেন- আমার পুত্র আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে? বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা। বাদশাহ সেদিন সকালের ঘটনা উল্লেখ করে বলেন- আমার পুত্র আপনার পায়ে পানি ঢালছে আর আপনি নিজ হাতে আপনার পা পরিষ্কার করতেছেন। আমার পুত্র কেন নিজ হাত দিয়ে সযত্নে আপনার পা বুলিয়ে পরিষ্কার করে দিল না? সে শিক্ষা কেন আপনি তাকে দিলেন না?

নিজ ভুল বুঝতে পেরে শিক্ষক তখন উচ্ছ্বাস ভরে সগৌরবে উচ্চকন্ঠে বললেন-

"আজ হতে চির উন্নত হল শিক্ষাগুরুর শির

সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর।”

একজন শিক্ষক যদি তার মর্যাদা তিনি নিজে আদায় করে না নেন তাহলে ছাত্ররা কি এমনিতে দিবে? অথবা অন্যভাবে বললে- ছাত্রদের কাছ থেকে আদায় করে না শিখানো হয় তাহলে তারা দিবে কিভাবে?

ক্লাসে যে শিক্ষক খুব বেশী কঠুর, পড়া আদায়ে যিনি কোন ছাড় দেন না। দেখবেন, সব ছাত্র উনার পড়া ঠিকই নিয়ে আসে পক্ষান্তরে যে শিক্ষক পড়া আদায়ে ছাড় দেন সেই ক্লাসে ছাত্ররা ফাঁকি দেয়। শিক্ষকদের সম্মান না করলে, শিক্ষকদের সাথে বেয়াদবী করলে যে শিক্ষক ছাত্রদের শাস্তি দেন সব ছাত্ররা ঠিকই সেই শিক্ষককে সম্মান করে, শ্রদ্ধাবোধ দেখায়।

ছোটবেলা দেখতাম ছাত্ররা এমনকি অনেক ক্ষেত্রে অভিভাবকরাও শিক্ষকদের খুব ভয় পেতেন। যে ভয়টা ছিল সম্মান প্রদর্শন, আন্তরিকতা ও শ্রদ্ধাবোধ প্রকাশের প্রতীক। ছোটবেলা এগুলো দেখে এটাই শিখেছি শিক্ষক মানেই সম্মানিত ব্যক্তি। উনাকে দেখলেই সালাম দিতে হবে, কথা বলতে হবে বিনয়ের সাথে, ভদ্র আচরণ করতে হবে এক কথায় যতভাবে সম্মান প্রকাশ করা যায়। কেন এটা হত জানেন শিক্ষকরা এগুলো আদায় করে নিতেন। আর আজ ঠিক উল্টো ঘটনা- শিক্ষকরা ছাত্রদের ভয় পায়।

রাজনীতির নামে বা অন্য কোন বিষয়ে যখন শিক্ষক-শিক্ষক গ্রুপিং, শিক্ষক-ছাত্র গ্রুপিং হবে। বিভিন্ন অনুষ্ঠানের নামে ছাত্র-ছাত্রী-শিক্ষক যখন একসাথে নাচানাচি করবে। কোচিং-এর নামে যখন শিক্ষক ছাত্রদের মাঝে মার্কিং করবেন। শিক্ষকরা যখন ইভটিজিং বা অন্য কোন জঘন্য কাজে লিপ্ত হবেন। মানুষ গড়ার কারিগর না হয়ে শিক্ষকরা যখন মানুষ ধ্বংসের কারিগর হবেন। শিক্ষকদের ব্যবহার যদি শিক্ষকের মত না হয়। কথা-বার্তার ভাষা যদি কর্কশ হয় তখন ছাত্ররা কিভাবে শিক্ষকের মর্যাদা দিবে????

পরিশেষে- বাদশাহ আলমগীরের মত অভিভাবক আর দিল্লীর মৌলভীর মত শিক্ষক হতে না পারলে শিক্ষকের মর্যাদা কেউ ঠিক মত বুঝেবে বলে মনে হয় না। কেউ আদায় করে নেবে কিংবা শিক্ষককের মর্যাদা দেবে বলে মনে হয় না।

‘শিক্ষকের মর্যাদা’ কবিতাটি নিচে দেয়া হল-

বাদশাহ আলমগীর

কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর ;

একদা প্রভাতে গিয়া,

দেখেন বাদশাহ-শাহাজাদা এক পাত্র হস্তে নিয়া;

ঢালিতেছে বারি গুরুর চরণে;

পুলকিত হৃদয় আনত-নয়নে ।।

শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি

ধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।

.

শিক্ষক মৌলভী

ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি।

দিল্লীপতির পুত্রের করে

লইয়াছে পানি চরণের পরে,

স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন্ কালে!

ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে।

হঠাৎ কি ভাবি উঠি

কহিলেন, আমি ভয় করি না'ক, যায় যাবে শির টুটি,

শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার

দিল্লীর পতি সে তো কোন্ ছার,

ভয় করি না'ক, ধারি না'ক ধার, মনে আছে মোর বল,

বাদশাহ্ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।

যায় যাবে প্রাণ তাহে,

প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাব শাহানশাহে।

তার পরদিন প্রাতে

বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে।

খাস কামরাতে যবে

শিক্ষকে ডাকি বাদশা কহেন, ''শুনুন জনাব তবে,

পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে?

বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,

নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা''

শিক্ষক কন-''জাহপানা, আমি বুঝিতে পারিনি হায়,

কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?''

বাদশাহ্ কহেন, ''সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে

নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,

পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।

নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে

ধুয়ে দিল না'ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।''

.

উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে

কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে-

"আজ হতে চির উন্নত হল শিক্ষাগুরুর শির

সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর" । ।

বিষয়: বিবিধ

৩৭৫৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238559
২৫ জুন ২০১৪ রাত ০১:৫৯
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
২৫ জুন ২০১৪ সকাল ০৯:৪৩
185095
শফিক সোহাগ লিখেছেন : ভালো লাগলো জেনে আমারও ভাল লাগলো Happy <:-P <:-P
238567
২৫ জুন ২০১৪ রাত ০২:৫৩
পবিত্র লিখেছেন : খুব ভালো লাগলো! Happy Good Luck Good Luck
২৫ জুন ২০১৪ সকাল ০৯:৪৮
185096
শফিক সোহাগ লিখেছেন : পবিত্র মানুষের ভাল লাগলো জেনে ভালো লাগলো। Good Luck Good Luck Happy
238571
২৫ জুন ২০১৪ রাত ০৩:৪৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ জুন ২০১৪ সকাল ১১:৪৩
185126
শফিক সোহাগ লিখেছেন : লেখাটা তো দুষ্টু পোলাদের বিপক্ষে তারপরও ভাল লাগলো জেনে আমারও ভালো লাগলো Winking)
আমার ব্লগ বাড়ীতে আবার আসবেন Happy
238573
২৫ জুন ২০১৪ রাত ০৩:৪৫
ধ্রুব নীল লিখেছেন : হুম
২৫ জুন ২০১৪ সকাল ১১:৪৪
185127
শফিক সোহাগ লিখেছেন : একটা দীর্ঘশ্বাসের সাথে হুম..... বললেন মনে হল। দীর্ঘশ্বাসটা আশার না হতাশার? Smug Winking) Waiting
238582
২৫ জুন ২০১৪ রাত ০৪:০৩
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
২৫ জুন ২০১৪ সকাল ১১:৪৬
185128
শফিক সোহাগ লিখেছেন : সত্যি নাকি? Smug
ভাল লাগলো জেনে আমারও ভালো লাগলো Happy Good Luck
238596
২৫ জুন ২০১৪ সকাল ০৬:২৯
আবু জারীর লিখেছেন : গুরুই যখন ছাত্রীদের সাথে গরুর মত নাচে তখন শিক্ষকের প্রতি সম্মান আসে কোত্থেকে?

ধন্যবাদ।
২৫ জুন ২০১৪ সকাল ১১:৫৫
185131
শফিক সোহাগ লিখেছেন : হ্যাঁ, এটাই বলার চেষ্টা করেছি- শিক্ষকদের নীতি-নৈতিকতা না থাকলে ছাত্রদের নৈতিকতা কে শেখাবে? শিক্ষকরা নিজেদের ব্যক্তিত্ববোধ সম্পর্কে সচেতন না থাকলে ছাত্ররা কোথা থেকে শ্রদ্ধাবোধ দেখাবে?????????
238618
২৫ জুন ২০১৪ সকাল ১০:১৯
টালের পাখা লিখেছেন : বর্তমানে আমাদের শিক্ষকগণ তাদের নীতি বর্জন করে শুধুমাত্র টাকার জন্য। তাদের কাছে যারা পড়ে তারা স্কুলে বেশী নম্বর পায়,তারা যেভাবে পড়ায় ঐ ভাবে না পড়লে স্কুলে কম নম্বর দেয় ইত্যাদি। আরত রয়েছে কিছু পশুজাতীয় শিক্ষক যারা মেয়েদের কে ব্যবহার করে বিভিন্ন কৌশলে। এদের জন্য আজ শিক্ষকসমাজ এত অবেহেলিত। যার পিছনে প্রথম দায়ী আমাদের দেশের দূর্বার দূর্নীতি।
২৫ জুন ২০১৪ রাত ০৯:৪২
185358
শফিক সোহাগ লিখেছেন : হুম.... যথার্থ বলেছেন। কিন্তু উত্তরণের উপায় কি হবে? Waiting Waiting
238633
২৫ জুন ২০১৪ সকাল ১০:৫১
জোনাকি লিখেছেন : সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর"

সত্যিই সুন্দরলেখা।
২৫ জুন ২০১৪ রাত ০৯:৪৩
185359
শফিক সোহাগ লিখেছেন : বাদশাহ আলমগীরের মত অভিভাবক আজ খুবই প্রয়োজন।
238658
২৫ জুন ২০১৪ সকাল ১১:৩৫
নজরুল ইসলাম টিপু লিখেছেন : এই সেই কবিতা, যখন কোথাও সুযোগ আসত আমি প্রতিনিয়ত আমি উদাহরণ দিতাম। আমার জীবনে যত শ্রেষ্ঠ কবিতা পড়েছি, তার মধ্যে এটিও একটি। এসব মৌলিক কবিতা এখন ছাত্রদের পড়ানো হয়না।

বর্তমান সময়ের ছাত্রদের পড়ানো হলেও সেটা মান তারা বুঝবে না, কেননা যে শিক্ষক এই কবিতা পড়াবে সেও জানেনা এই কবিতার মর্ম কি? কেননা সেও এই কবিতা পড়ে শিক্ষিত হয় নাই। সে কারণে সভ্যতা একরার বিলুপ্ত হলে সেটা অন্তত সে স্থানে আর উদ্ধার হয় না। অনেক ধন্যবাদ
২৫ জুন ২০১৪ রাত ০৯:৫২
185366
শফিক সোহাগ লিখেছেন : হ্যাঁ, প্রিয় কবিতা হওয়ারই কথা কারণ প্রিয় কথাগুলো লিখা। সত্যি আজকাল এই রকম কবিতা চোখে পরেনা। কবিতার এখন অপরনাম হয়ে গেছে প্রেম-বিরহ-ব্যথ্যা ইত্যাদি।

অনেক ধন্যবাদ আপনাকে।। Good Luck Happy
১০
238720
২৫ জুন ২০১৪ দুপুর ০২:১০
আওণ রাহ'বার লিখেছেন : অনেকদিন পড় লিখলেন।
হা আমার স্যারদের কাছে এখনও গেলে কত যে আদর করেন। আলহামদুলিল্লাহ।
আর এমনও হয় এখন স্যার যখন রাস্তায় হাটেন আমরা দেখি সম্মানে এখনও রাস্তায় খুব নিরবতা অবলম্বন করি।
ধন্যবাদ আপনাকে।
২৫ জুন ২০১৪ রাত ০৯:৪৯
185363
শফিক সোহাগ লিখেছেন : লিখা যে কত কঠিন কাজ তা বলে শেষ করা যাবে না। তারপরও মনের কথাগুলো অগোছালোভাবে লিখেছি। কেউ হয়তো পড়বে, কারো হয়তো চিন্তার খোরাক হবে অথবা আমার ভুল গুলো কেউ ধরে দিবে। Smug Smug


যে স্যাররা ছিলেন মানুষ গড়ার সত্যিকারের কারিগর তাদের নাম আজও স্মরণ হয় শ্রদ্ধাবোধের সাথে। Good Luck Happy

ধন্যবাদ আপনাকে। Happy
২৫ জুন ২০১৪ রাত ১০:৪৯
185384
আওণ রাহ'বার লিখেছেন : আমই জানি অনেক কষ্টরে ভাই অনেক কষ্ট।
১১
238936
২৫ জুন ২০১৪ রাত ১০:৩৯
বৃত্তের বাইরে লিখেছেন : শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর-এমনটা ছিল এককালে বড়দের কাছে শুনেছি। তখনকার দিনের শিক্ষকরা বিলাসিতা, ভোগবাদিতা, লোভ, ইত্যাদি রিপুতে আক্রান্ত ছিলেননা। ছাত্রের সফলতাকে নিজের সাফলতা ভাবতেন। ছাত্র যেমন গুরুকে পিতৃতুল্য ভাবতেন, তেমনি শিক্ষকও ছাত্রকে সন্তানতুল্য ভাবতেন। সে ছিল এক পবিত্র সম্পর্ক। আজ কী তা আছে? ছাত্ররা সম্মান করা শিখবে শিক্ষকের কাছে, পরিবারে বাবা-মায়ের কাছ থেকে। আজকের অধপতনের জন্যে যতোটা না ছাত্ররা দায়ী, তার চেয়ে বেশী দায়ী অবিভাবক এবং শিক্ষকরা।

ভাল লিখেছেন। ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck
২৬ জুন ২০১৪ রাত ১০:৪৪
185671
শফিক সোহাগ লিখেছেন : অগোছালোভাবে এটাই বলার চেষ্টা করছি।;Winking Happy

অনেক ধন্যবাদ আমার ব্লগ বাড়ীতে আসার জন্য Good Luck Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File