টুডে ব্লগে ১২ মাস...
লিখেছেন লিখেছেন শফিক সোহাগ ২৭ ডিসেম্বর, ২০১৩, ০৯:২৩:১২ রাত
আজ ব্লগে এসেই নির্বাচিত একটা পোস্ট টুডে ব্লগে ৩৬৫ দিন দেখলাম। লিখাটি পড়ে আমার ব্লগ পরিসংখ্যানে গিয়ে দেখি (ব্লগে আছেনঃ ১২ মাস) লেখা।
১২ মাস আর ৩৬৫ দিন কি একি কথা?? যদি একি কথা হয় তবে শুকনোপাতা আপু যা লিখেছেন সেটাও আমারও কথা। একবছর হলে আমিও এরকম একটা লিখা লিখতে চেয়েছিলাম। কিন্তু আমার আগেই শুকনোপাতা আপু খুব সুন্দর করে লিখে দিয়েছেন।
সত্যি খুব তাড়াতাড়ি টুডে ব্লগে এক বছর কেটে গেল। আমার কাঁচাহাতে ব্লগে কোন লিখা উপহার দিতে পারিনি। পারিনি কোন সুন্দর বা গঠনমূলক কোন মন্তব্যও উপহার দিতে তবে আমি এই ব্লগ থেকে পেয়েছি অনেক কিছু। জেনেছি, শিখেছি অনেক কিছু।
টুডে ব্লগের জন্য রইল অনেক দোয়া শুভকামনা। ব্লগটি যেন শকুনের কালো থাবা থেকে বেচে থাকে আজীবন। ব্লগারদের জন্যও রইল অনেক অনেক দোয়া।।
শুকনোপাতা আপুর সাথে কন্ঠ মিলিয়ে বলছি---
লেখক সংখ্যা বাড়ুক,লেখার সংখ্যা বাড়ুক
অনেক অনেক লেখা ব্লগ জুড়ে থাকুক,
মুক্ত দানার সেই লেখা গুলোর আলো ছড়িয়ে পড়ুক।'
ওহ, আরেকটি কথা....... একবছরের এই টুডে ব্লগের জীবনে কিছু ব্লগার আমার মত নগণ্য এই মানুষকে তাদের প্রিয় তালিকায় নিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি তাদের জন্য কাঁচাহাতে কয়টি লাইন লিখেছি। (জীবনে কখনও কবিতা লিখতে পারিনি। জানি, এটাও কোন কবিতা হয়নি তবুও লিখলাম।)
প্রথমেই আমায় প্রিয়তে নিল
অজানা ব্লগার Eng Arif ভাই
দূঃখ আর কাকে বলি
তাঁর সাথে কখনো কথা হয় নাই।
একই সাথে কবি ও ঔপন্যাসিক
নাম তার- ভাই শাহ্ আলম শেখ শান্ত
ছন্দের তালে আর উপন্যাসের বেড়াজালে
ওগিয়ে যাও, ছুঁয়ে দাও সাফলতার প্রান্ত।
ভীষণ ভাল লিখেন প্রিয়ন্তি আপু
হয়ে গেলাম তার ভক্ত
ব্লগে এসেই খুঁজি তার লিখা
প্রতিদিন প্রতি ওক্ত।
দ্য স্লেভ ভাইয়ের ভ্রমণকাহিনী
নিয়ে যায় অনেক দূরে
আর তানিন ভাইয়ের ছন্দকবিতা
মনটা যে দেয় ভরে।
কমেন্ট ছাড়া কোথাও দেখা হয়না
মাহবুব রহমান ভাইয়ের সাথে
ভিশু ভাইয়ের সাথে পরিচয়
ব্লগের কোন এক গলি কিংবা পথে।
সাইমুমের আহমদ মূসাও নাকি
টুডে ব্লগে ব্লগিং করে
বন ছেড়ে টুডে ব্লগে নাকি
আবাবিল পাখি বাসা গড়ে।
মস্তকবিহীন আজব এক ব্লগার
ভাই এ,এস,ওসমান
ডাক্তারীর ফাঁকে আমাদের সাথে আছেন
ডাঃ হাবিবুর রহমান।
ব্লগার অসংজ্ঞায়িত ভাই তো
এখনো অসঙ্গায়িত আমার কাছে
প্রিয় তালিকায় আরো অনেক
অজানা-অপরিচিত ব্লগার আছে।
বাঁধার প্রাচীর সকল ভেঙ্গে
বাঁধাহীন লেখা নিয়ে টুডে ব্লগ চলুক
অন্ধকার সমাজে লেখাগুলো সব
আলোর প্রদীপ হয়ে জ্বলুক।
বিষয়: বিবিধ
২৫৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন