নিছক মেজাজ খ্রাপ প্রশ্ন (হাস্যরস)

লিখেছেন লিখেছেন তেপান্তর ১৬ জানুয়ারি, ২০১৩, ০১:০৭:৩৫ দুপুর

১।

প্রশ্নঃ মাঝরাতে ফোন করে ঘুম ভাঙ্গিয়েঃ " দোস্ত ঘুমাইছিলি ??"

উত্তরঃ " না না , আমি আফ্রিকার বানর প্রজাতির বিবাহ বন্ধন প্রক্রিয়া নিয়ে ভাবতেছিলাম !!"

২।

প্রশ্নঃ সিনেমা হলে দেখা হলেঃ " আরে দোস্ত এখানে কি করিস ??"

উত্তরঃ " আমি সিনেমা হলে পপকর্ণ বেচার কাজ নিছি !! পপকর্ণ কিনবি একটা, প্লিজ??"

৩।

প্রশ্নঃ বাসে (পা মাড়িয়ে) দিয়েঃ " সরি দোস্ত !! ব্যাথা পাস নাই তো??"

উত্তরঃ " না , ব্যথা পাব কেন ??" আমার

পায়ে লোহা বাঁধা আছে !! আর একবার পাড়া দে না প্লীজ !!"

৪।

প্রশ্নঃ TNT ফোনে কল করার পরঃ" দোস্ত , তুই কোথায় ??"

উত্তরঃ " আমি মার্কেটে দোস্ত !! TNT ফোনটা আমার গলায় ঝুলিয়ে রাখছি !!"

৫।

প্রশ্নঃ চুল ছোট দেখলেঃ " কিরে চুল কাটিয়েছিস নাকি ??"

উত্তরঃ " না না চুল কাটাই নাই !! এখন শীতকাল তো , গাছের পাতা ঝরার সাথে সাথে আমার চুল নিজে নিজে ছোট হয়ে গেছে!!"

৬.

প্রশ্নঃ ভাত খাওয়ার সময় : কীরে খাচ্ছিস ?"

উত্তরঃ না ভাতের চাউল ফুটাইয়া পোলাও বানানো যায় কি না সেই রেসিপি টেস্ট করতেছি"

৭.

প্রশ্নঃ এই মাত্র কাধে ব্যাগ ঝুলিয়ে মেসে ঢুকলাম, দোস্ত তুই কখন আসতেছোস?

উত্তর: না দোস্ত আমি এখন ও আসি নাই , আরো দুই তিন ঘন্টা লাগতে পারে !

সূত্রঃ সংগৃহীত

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File