ঈর্ষণীয়
লিখেছেন লিখেছেন তেপান্তর ২৮ মার্চ, ২০১৩, ০১:৩৫:৩৯ দুপুর
ঈর্ষাকাতর হয়ে পড়ি বিশালতায়
নীল দিগন্তের অসম উদারতায়।
মেঘমালাদের উম্মাতাল মাতলায়
নির্মল বারিধারা অঝরে ঝরায়।
তেপান্তরের বিস্তৃত সবুজ মায়া
দেখে স্বপ্ন বুনে তৃষিত নয়নে।
সবুজাভ প্রান্তরে সবুজের উদারতা
ভাবতেই ঈর্ষা জাগে মনের গহীনে।
স্রোতস্বিনী নদীর অবিরাম স্রোতধারা
নিত্যকায় অবিরত হয় বহমান।
বাধাহীন দুরন্ত নিরবধি ছুটে চলা
ঈর্ষা লাগে প্রাণে স্রোতস্বিনীর টান।
থমকে নেই নিঃসঙ্গ একাকী জীবন
স্রোতস্বিনীর মতই কেবলি প্রবাহমান।
তবুও ঈর্ষাম্বিত হয় ব্যকুল হৃদয়
নীল দরিয়ায় হঠাৎ উঠলে তুফান।
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন