তুমি কখনোই ছিলে না৷

লিখেছেন লিখেছেন তেপান্তর ১৪ মার্চ, ২০১৩, ০৮:৪০:৩০ রাত



ভুলে যাবো তুমি পূর্বেও ছিলে

মনে করবো এই বিশ্ব নিখিলে

তুমি কখনোই ছিলে না৷

এর আগে তুমি ছিলে

ছিলে আকাশে, নদী জলে ঘাসে

ছিলে পাথরে ঝর্ণার পাশে৷

আসলে তুমি কখনোই ছিলে না৷

এর আগে তুমি অনেক কিছুতে ছিলে

ফুলেও ছিলে, ফলেও ছিলে,

নাকে মুখে চোখে চুলেও ছিলে,

আসলে তুমি কখনোই ছিলে না৷

এর আগে তুমি এখানে ছিলে

এর আগে তুমি সেখানে ছিলে

এর আগে তুমি সবখানে ছিলে

আসলে তুমি কখনোই ছিলে না৷

রাতের পুণ্য লগনে ছিলে

নীল নব ঘন গগনে ছিলে৷

আসলে তুমি কখনোই ছিলে না৷

এর আগে তুমি আমাতে ছিলে৷

আসলে তুমি কখনোই ছিলে না৷

(একটি প্যারোডী কবিতা)

বিষয়: সাহিত্য

১৩৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File