তুমি বাবা

লিখেছেন লিখেছেন তেপান্তর ৩১ মার্চ, ২০১৪, ১১:৪৬:৩৩ রাত



নিঃস্বার্থ ভালবাসার প্রতিকৃত তুমি বাবা,

শ্রদ্ধা জানাই কেবল তোমায় অগনিত।

পরম স্নেহ-আদরে আগলে রাখো আমৃত্যু,

বুঝতে দাওনি কভু তোমার হৃদয়ের ক্ষত।

বাবা তোমার হাতটি ধরে হেঁটেছি বহু পথ,

চলতি পথে ক্লান্ত হলে আমায় কাঁধে তুলে নিতে।

রোজ বিহানে বাজার হতে আনতে হরেক খাবার,

পরম আদরে কাছে ডেকে হাতটি আমার ভরে দিতে।

দিন-রাত্রী তুমি করো শ্রম আমাদের লাগি,

মনে রয় তোমার দৃপ্ত প্রত্যয় উন্নতি ভবিষ্যতে।

তোমারে হেরি আজও বাবা স্মৃতির কালে,

তুমি বীণা এ মনটা পারেনা কিছু ভাবিতে।

তোমার কথা পড়লে মনে আজও

এখনো সুখের কাঁপন ছড়ায়ে।

বিপদে-আপদে আছো তুমি আজও

পরম সুখের ছায়া হয়ে।

শৈশবের মধুমাখা সুখস্মৃতি তোমার সহচর্যে

অনুভবে আজও মিশে আছো অনুভূতিতে।

তোমার আদর আর তোমার শাসন আমায়,

করেছে যোগ্য মানুষ রূপে এ সংসারে জগতে।

বিষয়: Contest_father

১৫৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201071
০১ এপ্রিল ২০১৪ রাত ০১:৪১
গেরিলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:১৯
150797
তেপান্তর লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
201133
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৭:১৩
বৃত্তের বাইরে লিখেছেন : কবিতার ছন্দে বাবার স্নেহ, আদর, ভালোবাসা সবই উঠে এসেছে। ভালো লাগলো Rose Rose Good Luck
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:১৯
150798
তেপান্তর লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
206656
১২ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৬
জেদ্দাবাসী লিখেছেন : রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা ।

জাযাকাল্লাহ খায়ের

২১ মে ২০১৪ সকাল ১১:৫২
171399
তেপান্তর লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File