তুমি এমন কেন?
লিখেছেন লিখেছেন তেপান্তর ০১ জানুয়ারি, ২০১৪, ০৯:৫১:৩০ রাত
আমি বলছি না কথা বলতেই হবে;
আমি চাই,
কেউ একজন আমার মনের কথা গুলো শুনুক,
আমি কি রকম তা শুধু জানার জন্য।
না বলা জমানো কথাগুলো বলতে না পেরে আমি আজ ক্লান্ত।
আমি বলছি না কথা বলতেই হবে;
আমি চাই,
কেউ একজন আমার অব্যক্ত কথাগুলো মন দিয়ে শুনুক,
আমি তাকে আমার পাশে বসে থাকতে ও দেখা করতে বলছি না।
আমি বলছি না কথা বলতেই হবে;
আমি চাই,
কেউ একজন জিজ্ঞেস করুক,
আমার মন ভালো কিনা,আমার শরীর ভালো কিনা;
খাবার ঠিক মত খেয়েছি কিনা, ঠিক মত পড়ালেখা করছি কিনা;
অন্তত এসব বিষয়ে কেউ খোঁজ নিলে বড় ভাল লাগতো!
আমি বলছি না কথা বলতেই হবে;
আমি চাই,
কেউ একজন আমাকে তার মনের কথা বলুক,
কেউ আমাকে তার মনের সঙ্গী করে নিক।
মনের মাধুরী দিয়ে না হোক,
কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক,“তুমি এমন কেন?”
পাদটিকাঃ যে আগামী দিনে আমার মঙ্গলাকাঙ্ক্ষী, অর্ধাঙ্গিনী, আত্বার পরম আত্মীয় এবং আমার জীবনের আলোকবর্তিকা হতে যাচ্ছে তাকে উৎসর্গ করা হলো।
বিষয়: সাহিত্য
৩৫৬৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটিও তো 'বিয়ে' কন্টেস্টের একটি অন্যতম লেখা হতে পারে...
মন্তব্য করতে লগইন করুন