শূন্যতায় আমি

লিখেছেন লিখেছেন তেপান্তর ১৩ অক্টোবর, ২০১৩, ০৫:৪২:১৭ বিকাল



মন খারাপের দিনগুলো কাটে বড়ই বিষন্নতায়,

আমার চারিধার কেবলই ঘিরে থাকে শূন্যতায়।

আমাতে পাই না কভু সুখ নীরব বেদনায়,

অষ্ট প্রহর তাই কাটে কেবলই কষ্টে যন্ত্রনায়।

সব হারিয়ে নিঃস্ব আমি শূন্য আজ অস্তিত্ব,

রিক্ত হস্তে পথ হেরি ভাবি জীবনটাই নগন্য।

শত ভিড়ের মধ্যে আমি থাকি নির্জন একাকীত্ব,

জগত সংসারের সৃষ্টিগুলো মনে হয় যেন শূন্য।

শূন্যতায় খুঁজি আমি কেবলই জীবনের মানে,

চাওয়া-পাওয়ার খতিয়ান ভরে গেছে অপূর্ণতায়।

নিজের মধ্যে ফিরে আসি বারবার আনমনে,

শূন্যতাকেই করি আপন আমার জীবনের পূর্ণতায়।

শূন্যতা, অপূর্ণতা –কে করেছি নিত্যসঙ্গী অজানায়,

কেউ নেই আজ তাই সফর সঙ্গী গন্তব্যহীন ঠিকানায়।

নির্জন আঁধারে বসে হারাই আমি বিষাদের নিরালায়,

শূন্য এ হৃদয় আমার হয়ে গেছে লীন অপূর্ণতায়।

বিষয়: সাহিত্য

১৯০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File