জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৌভাগ্য যে তিনি আমাদের সময়ে জন্মগ্রহন করেন নাই এবং এই সময় পর্যন্ত আয়ু প্রাপ্ত হন নাই।

লিখেছেন লিখেছেন তেপান্তর ২৭ আগস্ট, ২০১৩, ০৩:০৯:৩৭ দুপুর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৌভাগ্য যে তিনি আমাদের সময়ে জন্মগ্রহন করেন নাই এবং এই সময় পর্যন্ত আয়ু প্রাপ্ত হন নাই। কারণ,

☢ তিনি যদি এই সময়ে জন্মগ্রহন করতেন বা আয়ুপ্রাপ্ত হতেন তবে-

|এক| হেফাজত তাকে নাস্তিক ট্যাগ করতো

|দুই | জামাত তাকে ইসলাম বিদ্বেষী ট্যাগ করতো

|তিন| হিন্দুরা তাকে ধর্মানুভূতিতে আঘাতকারী হিসাবে ট্যাগ করতো

|চার| নাস্তিকরা তাকে ভন্ড চিহ্নিত করে ট্যাগ করতো

তিনি যদি এই সময়ে জন্মগ্রহন করতেন বা আয়ুপ্রাপ্ত হতেন তবে-

|এক| 'আমরা শক্তি আমরা বল/আমরা ছাত্রদল'-লিখার জন্য বিএনপি'র কবি হিসাবে ট্যাগ হতেন

|দুই| 'আমরা শক্তি আমরা বল/আমরা ছাত্রদল'-বিএনপি ব্যবহার করায় আওয়ামী লীগ তাকে রাজাকার হিসাবে ট্যাগ করতো

|তিন| স্বৈরাচার এরশাদ নজরুলকে প্রেমের কবি হিসাবে প্রচার করে তাকে লুল হিসাবে ট্যাগ করতো

|চার| সুবিধাবাদী সুশীল আর আঁতেলরা তাকে কস'কি মমিন হিসাবে ট্যাগ করে অপপ্রচার চালাতো

তিনি যদি এই সময়ে জন্মগ্রহন করতেন বা আয়ুপ্রাপ্ত হতেন তবে-

|এক| তত্ববধায়ক সরকারের পক্ষ নিলে সরকারের বিরাগভাজন হতেন

|দুই| নির্দলীয় সরকারের পক্ষ নিলে বিরোধী দলের বিরাগভাজন হতেন

|তিন| তৃতীয় শক্তির পক্ষ নিলে দুই দলের বিরাগভাজন হতেন

|চার| কোনটার পক্ষ না নিলে সুবিধাবাদী হিসাবে সবার বিরাগভাজন হতেন

তিনি যদি এই সময়ে জন্মগ্রহন করতেন বা আয়ুপ্রাপ্ত হতেন তবে-

|এক| তিনি সিদ্ধান্ত নিতে পারতেন না দিগন্ত টিভির টকশোতে যাবেন না একাত্তুরের টকশো'তে যাবেন

|দুই| তিনি সিদ্ধান্ত নিতে পারতেন না কেকা ফেরদৌসীর রান্নার অনুষ্ঠানে যাবেন না ইভা রহমানের জন্য গান লিখবেন

|তিন| তিনি সিদ্ধান্ত নিতে পারতেন না হাসিনা-খালেদার সাথে যাবেন না ড. ইউনূসের সাথে থাকবেন

|চার| তিনি সিদ্ধান্ত নিতে পারতেন না টিভি চ্যানেল খুলবেন না পত্রিকার মালিক হবেন

তিনি যদি এই সময়ে জন্মগ্রহন করতেন বা এই সময় পর্যন্ত আয়ুপ্রাপ্ত হতেন তবে তিনি আর কাজী নজরুল ইসলাম থাকতেন না। তাকে শেখ নজরুল ইসলাম অথবা নজরুলুর রহমানে পরিনত হতে বাধ্য করা হত। আগের একটা স্ট্যাটাসে বলেছিলাম যে রবীন্দ্রনাথ মরে গিয়ে বেঁচে গিয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামও ভীষণ বাঁচা বেঁচে গিয়েছেন, বেঁচে গিয়েছেন মরে গিয়ে।

কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য আর পরম করুণাময়ের কাছে তার আত্নার মাগফেরাত কামনা করি।

কৃতজ্ঞতায়ঃ আবু সাঈদ আহমেদ

বিষয়: বিবিধ

২০২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File