নীলাঞ্জনা
লিখেছেন লিখেছেন তেপান্তর ১৩ আগস্ট, ২০১৩, ০৪:৪০:৪৯ রাত
কোন এক কালবেলায় পেয়েছিলাম তোমায়,
কেন তবে হারিয়ে গেলে না বলে আমায়?
পথ চেয়ে রয়েছি আজও আমি দাঁড়িয়ে একলা
হয়তো তুমি ফিরবে আবার কোন এক কালবেলায়!
চলে যাবে তবে কেন তুমি হঠাৎ করে এলে,
কেন তুমি হলে না আমার পুরোটা হৃদয় জুড়ে?
আজও আমি অপেক্ষায় পথ চেয়ে তোমার পানে,
পারিনি রাখতে মনটাকে তোমার থেকে দূরে।
তুমি আছো আজও আমার ভাবনার পৃথিবী জুড়ে,
অদেখা স্বপ্নগুলো নিরবধি তোমায় খুঁজে ফেরে।
আমার হৃদয় গহীনে রয়েছ আজও শুধু তুমি,
তোমায় ছাড়া নিঃস্ব আমি ধু-ধু মরুভূমি।।
পারবে কি তুমি আমাকে থাকতে ভুলে?
কষ্ট হবে তবুও পারবো না থাকতে তোমায় ভুলে।
হয়তো তুমি শুনছো আমাকে নীলাঞ্জনা,
চিরদিন রবে তুমি আমার হয়ে হৃদয়ের কান্না।
বিষয়: সাহিত্য
২২১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন