“প্রসূন” সেপ্টেম্বর ২০১৩ সংখ্যার জন্য লেখা আহবান (শুধুমাত্র IIUM- এর প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী ভাই-বোনেরা লেখা জমা দিতে পারবেন।)

লিখেছেন লিখেছেন তেপান্তর ১৯ জুন, ২০১৩, ০১:০৪:৫৯ দুপুর





ফুলেরকুড়ির মত জেগে উঠো

লিখে ফেল হাজারও পংতিমালা।

না বলা কথাগুলো তোমার প্রকাশিত হোক

রঞ্জিত হোক হৃদয়ের জানালা।

“প্রসূন” ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া–এর একটি ঐতিহ্যবাহী বাংলা ম্যাগাজিন। আমাদের শিক্ষা জীবনের চরম ব্যস্ততা আর পত্রিকাটির উদ্যোগজনিত অভাবের কারণে অবশেষে বিগত ৪ বছর পর ম্যাগাজিনটির ‘সেপ্টেম্বর ২০১২’ সংখ্যা প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছর আবারও আমরা “প্রসূন” ‘সেপ্টেম্বর ২০১৩’ সংখ্যা প্রকাশ করার প্রয়াস নিয়েছি।

আমরা-একঝাঁক তরুণ, আমাদের তারুণ্যের সমন্বিত রূপ “প্রসূন”। “প্রসূন”-কে কেন্দ্র করে আমরা এগিয়ে যেতে চাই, জাগ্রত করতে চাই আমাদের মূল্যবোধগুলো, চিহ্নিত করতে চাই আমাদের প্রতিভা, এগিয়ে যেতে চাই মহাকালে।

প্রিয় বন্ধুরা, আসুন আমরা এক “প্রসূন”এর বৃন্তে জড়ো হই, একসাথে কলম ধরি, লিখে ফেলি গল্প, কবিতা, প্রবন্ধ, জীবনের গল্প।

যে-সব বিভাগে লেখা পাঠাতে পারবেন:

১। গল্প ২। কবিতা ৩। প্রবন্ধ ৪। কৌতুক ৫। রম্যরচনা ৬। ভ্রমণ কাহিনী ৭। অনুভূতি ৮। প্রবাস ৯। আত্ম-উপলব্ধি ১০। খেলাধূলা ১১। বিজ্ঞান ও প্রযুক্তি ১২। সায়েন্স ফিকশন ১৩। স্বাস্থ্য ১৪। দিক-নির্দেশনা মূলক ১৫। স্মৃতিকথা ১৬। প্রতিবেদন। ১৭। ক্যাম্পাস জীবন।

নিয়মাবলীঃ

১। “প্রসূন” –এ শুধুমাত্র ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া –এর সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী ভাই ও বোনেরা লেখা জমা দিতে পারবেন।

২। লেখা অবশ্যই Phonetic Unicode অভ্র ব্যবহার করে লেখাই শ্রেয়। লেখা অবশ্যই MS WORD FILE-এ পাঠাতে হবে।

৩। একজন লেখক যে কোন ২টি বিভাগে সর্বোচ্চ ২টি (১+১) লেখা জমা দিতে পারবেন।

৪। লেখার জমা দেওয়ার সময় অবশ্যই লেখকের পূর্ণ নাম, ঠিকানা, ইমেইল অ্যাড্রেস ও ১ কপি ছবি পাঠাতে হবে।

লেখা পাঠানোর ঠিকানাঃ

লেখা পাঠানের শেষ তারিখঃ ৩১শে জুলাই, ২০১৩ইং

বিষয়: বিবিধ

১৪১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File