আশরাফুলের নাম যদি "মোহাম্মদ আশরাফুল" না হয়ে একটু ভিন্ন রকম হতো তাহলে........!!!!!!
লিখেছেন লিখেছেন তেপান্তর ০৯ জুন, ২০১৩, ০১:৩০:৩১ দুপুর
মোহাম্মদ আশরাফুলঃ মোহাম্মদ আশরাফুল ক্রিকেট থেকে নিষিদ্ধ, ১বছরের জেলও হতে পারে।
কিন্তু, আশরাফুলের নাম যদি "মোহাম্মদ আশরাফুল"না হয়ে একটু ভিন্ন রকম হতো, তাইলে হয়তো তার শাস্তিও ভিন্ন রকম হতে পারতো। যেমনঃ
১. আশরাফুল সেনগুপ্ত: আশরাফুল ক্রিকেট থেকে নিষিদ্ধ নন, তিনি আজ থেকে দপ্তর বিহীন ক্রিকেটার।
২. সৈয়দ আশরাফুল : আশরাফুল ক্রিকেটারও নন, ফুটবলার...ও নন। এই সব তথাকথিত স্পট ফিক্সিং এর অভিযোগ দিয়া তার বিরুদ্ধে কিছু করা যাবেনা।
৩. আবুল হোসেন আশরাফুল : আশরাফুল দেশপ্রেমিক, তার বিরুদ্ধে কেউ দুর্নিতির অভিযোগ প্রমান করতে পারে নাই।
৪. তানভীর মাহমুদ আশরাফুল (হলমার্ক এমডি): আশরাফুল স্পট ফিক্সিং মাত্র কয়েক লাখ টাকা দুর্নীতি করেছে, তাকে আরো ঋন দিয়ে আগের দুর্নিতি করা টাকা উদ্ধার করার চেষ্টা করাহবে।
৫. মোল্লা আশরাফুল (ডিসিডিবি): আশরাফুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খেলোয়ার থেকে বদলি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকরা হলো।
(একটি ফান পোষ্ট পরিবেশিত )
সূত্রঃ সংগৃহীত
বিষয়: বিবিধ
১৭৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন