Rose Rose Rose বাংলা ভাষা Rose Rose Rose

লিখেছেন লিখেছেন তেপান্তর ০৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:০১:১৭ সন্ধ্যা



বাংলা ভাষা মায়ের ভাষা,

তাই বাংলায় কথা বলি।

মনের শত কথামালা সব,

বাংলায় প্রকাশ করে চলি।

বাংলায় লিখি গল্প-কবিতা,

বাংলায় বাঁধি গানের সুর।

হৃদয় ছুঁয়ে যায় কোটি প্রাণে,

সুখ মেলে তবুও থাকলে বহুদূর।

বাংলায় কেবলি খুঁজে পাই,

মনে অনাবিল এক প্রশান্তি।

অন্য ভাষায় ভরে না হৃদয়,

ব্যকুল হৃদয় খুঁজে বাংলায় তৃপ্তি।

বাংলা আমার রক্তে মিশে,

করেছে আমাকে ধন্য।

সেই বাংলাকে বাঁচাতে ওরা,

বিলিয়েছে জীবন ভাষার জন্য।

ফেব্রুয়ারির একুশ তারিখে,

প্রভাতফেরি চলে সারিসারি।

খালি পায়ে ফুল হাতে ছুটে চলে,

গায় ‘তোমাদের ভুলিতে না পারি’।

বিষয়: সাহিত্য

৯৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File