অন্ধকার ঘোর অন্ধকার
লিখেছেন লিখেছেন তেপান্তর ২৮ মে, ২০১৩, ০২:২৮:৩৫ রাত
অন্ধকার, ঘোর অন্ধকার,
অন্ধকারাচ্ছন্ন আমার চারপাশ।
এই অন্ধকারেই মাঝেই কাটছে জীবন,
গন্তব্যহীন পথচলা, অন্ধের মত।
দিনের শেষে নামে ঘনকালো অন্ধকার,
আলোকিত জীবনেও আসে হঠাৎ অন্ধকার।
কৃষ্ণকায় পরাজিত জীবন তিমির নিশীথে,
তমলুক ঘোঁচানোর ব্যর্থ চেষ্টায় ব্রত।
গগণের নীল রঙ ভালোবাসি,
ঘনকালো মেঘে হয় তা কৃষ্ণবর্ণ।
সূর্য্যের আলো, পূর্নিমার চাঁদ,
অবলীলায় হারায় তার উজ্জলতা।
কিন্তু আঁধার না এলে যে আর,
শোনা হতোনা নিশীথে ঝিঁঝিঁদের ডাক।
দেখা হতোনা পূর্নিমা রাতের,
পূর্ণ চন্দ্রের আলোর নিরবতা।
নিরালোকে নামে আলোর অবাব,
আঁধীঝড় নামে দিগন্তরে।
তমস্বিনীতে নিরবধি খুঁজে ফেরি,
কেবলই তোমার আলোকিত চন্দ্রমুখ।
প্রতীক্ষা কেবলি তারি কারণ,
অন্তরে আঁধারী আলোয় করে সে বসত।
অন্ধকারময়ী, ফিরে এসো আঁধারী আলোয়,
তোমারি মাঝে কেবলি তিমির নিশীথের সুখ।
বিষয়: সাহিত্য
৩০২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন