ক্ষুধা যেন এক আজন্ম অভিশাপ
লিখেছেন লিখেছেন তেপান্তর ০১ জানুয়ারি, ২০১৩, ০১:০৮:০৪ দুপুর
ছবিটি দেখে বুকের ভেতর আচমকা মোচড় দিয়ে উঠলো। অকস্মাৎ বলে উঠলাম "হে আল্লাহ, পেট দিয়েছো তবে কেন ক্ষুধা দিলে, ক্ষুধা দিলে তবে কেন আহার দিলে না।"
যে শিশুটির সময় সারাক্ষণ মায়ের আঁচলের তলে থাকা, উঠোনে ছোটাছুটি করে বেড়ানো। সে কিনা ক্ষুধার জ্বালায় এই বয়সেই কাজে নেমে পড়েছে! ধিক! ঐ সকল নিষ্ঠুর ও কলঙ্কিত বাবা-মাকে। যারা তাকে জন্ম দিলো অথচ তার খাবারের যোগান দিতে পারলো না! কোথায় হারালো তাদের সন্তানের প্রতি স্নেহ, মায়া, মমতা, ভালবাসা?
তবুও প্রশংসা করি, এই ছেলে জীবন সংগ্রামে জয়ী হবেই । সবচেয়ে সহজ পথ ভিক্ষাবৃত্তি তো বেছে নেয়নি। তবে এতো বড় অর্থনৈতিক বৈষম্যে মানবতা যে প্রতিনিয়ত কষাঘাতে জর্জরিত হচ্ছে তা কে অস্বীকার করবে?
ধিক্কার হে জাতি!!! যেখানে একটি শিশুকে পর্যন্ত দারিদ্রতার হাত থেকে রেহায় দিলে না!!!!
সূত্র
বিষয়: বিবিধ
১১৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন