মানবতার গান
লিখেছেন লিখেছেন তেপান্তর ২২ এপ্রিল, ২০১৩, ১২:৩২:৪১ দুপুর
এসো সব বিভেদ ব্যথা ভুলে
দাঁড়াই নিপীড়িত মানুষের মঙ্গলে।
করি প্রসারিত আমাদের হাতগুলো
নিষ্পেষিত মানবতার কল্যাণে।
আমরা চাই ব্যবধান করতে দুর
বিশ্বের সকল দরিদ্র্য ধনীদের।
আর্ত-মানবতার দীক্ষা ছিল
ছিল এক বুক ভালবাসা।
নতুন করে কি পারি না
বিদায় জানাতে অহমিকা।
আমরা চাই ব্যবধান করতে দুর
বিশ্বের সকল দরিদ্র্য ধনীদের।
কোন লাভ-ক্ষতির হিসাব নয়,
নয় কোন রাজনৈতিক হিস্যা।
করে যাবো সকল কাজ নিঃসার্থে
এই হওয়া চাই মানসিকতা।
আমরা চাই ব্যবধান করতে দুর
বিশ্বের সকল দরিদ্র্য ধনীদের।
বিষয়: সাহিত্য
১৩৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন