কষ্ট
লিখেছেন লিখেছেন তেপান্তর ১৬ এপ্রিল, ২০১৩, ১০:৪৩:২৩ রাত
হৃদয় গহীনে কষ্ট যাতনায়
হয়েছি আজ দিশেহারা।
সুখের সন্ধান মেলেনি আজও
পাইনি তবু সুখের দেখা।
কেটে যায় অজশ্র কষ্ট প্রহর
নির্ঘুম রাত্রী জেগে থাকা।
কষ্ট অনলে পোড়া এ অন্তর
কষ্টের মাঝেই বেঁচে থাকা।
কষ্টে পূর্ণ জীবনে যেন
ব্যর্থ সুখের প্রচেষ্টা।
কষ্টময় সংগ্রামী জীবনে
সুখ! সেতো মরীচিকা!
বিষয়: সাহিত্য
১৪১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন