হাসতে গেলে হৃদয় মাঝে আর্তনাদই বিঁধে...

লিখেছেন লিখেছেন ফজলে এলাহি মুজাহিদ ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৩:১৭ রাত



কি ঝরাবো কুরবানীতে পশুর তাজা রক্ত আর

বিশ্বজুড়ে মুসলমানের রক্তঝরা নিত্যকার,

হৃদয় জুড়ে বইছে তুফান কি আনন্দ ঈদে

হাসতে গেলে হৃদয় মাঝে আর্তনাদই বিঁধে!

২৩ সেপ্টেম্বর ২০১৫, মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

ব্লগিংয়ের প্রতি আবারো একটা 'টান' অনুভব করছি। একটা সময় ছিল যখন অবসরের সামান্য ছাড়া সবটুকুই ব্লগিং, লেখালেখি, ছবি এডিটিং ইত্যাদি ভার্চুয়াল কাজে ব্যয় হতো। তখন সবাই বলতো, 'সময় নষ্ট করছি'।

আরো নানা কারণে ব্লগিং তথা লেখালেখি থেকে হাত গুটিয়ে নিলাম। ময়দানী কাজে সময় দিলাম বেশী। কিন্তু এখন মনের মাঝে একটা 'সমন্বয়' ভাব অনুভব করছি।

লেখার প্রতি আকর্ষণ কখনোই কম অনুভব করিনি, কিন্তু হয়ে উঠেনি। মাঝে মাঝে মনে হয়, লেখালেখির জগতে পুরোপুরি হারিয়ে দেই নিজেকে। লেখালেখি আমার কাছে 'আবেগ', 'আনন্দ', 'উপশম' মনে হয়েছে সবসময়।

বাস্তব ময়দানে কাজ করেও আনন্দ আছে, মানুষের ভালবাসাগুলোকে পার্থিব জীবনের বড় বড় পাওয়া মনে হয়। হৃদয়ের উষ্ণতাগুলো যেন বিনাতারে এ হৃদয়ে এসে প্রাসাদ গড়ে তোলে ভালবাসার, শ্রদ্ধার, সম্মানের।

'ঈদ মোবারাক' বলার জন্য এ পোস্ট, তাই দীর্ঘ নয়। তাতে আনন্দ কমে যেতে পারে। Happy

প্রিয় রাসূল (সা)-এর মদীনা থেকে জানাচ্ছি- "ঈদ মোবারাক"। আল্লাহ্ আমাদের সবার সৎকর্ম ও কুরবানী কবূল করুন। আমীন।

বিষয়: বিবিধ

১৩২৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343238
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৫৭
রাইয়ান লিখেছেন : নিয়মিত লিখবেন , শুভেচ্ছা আপনাকেও .....
২৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:০১
284525
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : ধন্যবাদ। মন্তব্যের সুতো ধরে আপনার ব্লগ ঘুরে আসলাম। নিরাশ হইনি। Happy
০৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:১০
286403
রাইয়ান লিখেছেন : Happy
343271
২৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:০১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ঈদ মোবারক" ভালো লাগলো অনেক ধন্যবাদ
343275
২৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঈদ মুবারক।
২৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:০২
284939
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : ধন্যবাদ। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File