অকর্মা
লিখেছেন লিখেছেন ফজলে এলাহি মুজাহিদ ১১ জানুয়ারি, ২০১৫, ০৮:৫৪:৪৯ রাত
আকাশটা জেনেছি বিশাল, সীমানাহীন, অনন্ত
তবু মাঝে মাঝে ছোট হয়ে আসে, যেন ছুঁবো এই
হয়ত আমিই হৃদয়-মনে বড় হতে হতে এতোটা
কিছুটা ভালো কাজ করে, কিছু মহতী কর্ম দেখে।
পৃথিবীটাও বেশ বড়, সাত শ'কোটির বসবাস
ততোধিক পানিতে ঘুমিয়ে বিস্তৃত সীমানা
তবু কখনো ছোট হয় যেন পাশ ফিরতেই ব্যথা
কিছুটা বোকামী, কিছু কিছু মন্দের ফলাফল।
তবুও আকাশ আছে যেমনি থাকে সে প্রতিদিন
যমীনের বিস্তৃতি কিছুই কমেনি তার সীমানায়
মন্দ-ভালোর মাপকাঠিতে আমিই ক্ষুদ্র হই
কখনো বা হয়ে উঠি উন্নত শির মহীরূহ এক।
আবেগের সাথে কঠোর বাস্তবীর কানাকানি
সহ্যের নিঃসীমতায় অসহ্যের আস্ফালন
গুণীর চাদরে চটুল শিশুর কাদা মাখামাখি
যেন সুযোগ্য পৃথিবীর মাঝে আমিই অকর্মা।
বিষয়: সাহিত্য
১২৪১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন