দিন-কালের দরজায় ঠক্ ঠক্ ঠক্
লিখেছেন লিখেছেন ফজলে এলাহি মুজাহিদ ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০০:৫৬ রাত
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? অনেক দিন ব্লগে আসা হয়নি। মাঝে অনেক পানি গড়িয়েছে গঙ্গা-মেঘনা-যমুনা-পদ্মায়। লোহিত সাগরেও নেচেছে অনেক ঢেউ। কিন্তু ওরা কেউ নাচাতে পারেনি অন্তর। মোহে মোহে কেটে গেছে অনেকটা কাল। ভুলে থেকেছি, তা কখনো হয়নি। ব্লগ না লিখলেও নযরকে বুলিয়ে যেতে ভুলিনি।
পুরোনো অনেক নাম খুঁজে খুঁজে দেখি। লেখাগুলো পড়ার চেষ্টা করি। একটা টান অনুভব করি। নতুনদের সাথে পরিচয় হয়নি, তাই খোঁজা হয়না। নিয়মিত হতে পারলে ধীরে ধীরে সবাই পুরোনো হয়ে যাবে। ভালো লাগে নতুন প্রতিভা দেখতে। তবে আনন্দ অনুভব করি যখন দেখি, সত্যের পক্ষে তাদের কীবোর্ডে ঝড় উঠে। আফসোস হয় অনন্য প্রতিভাগুলোকে যখন দেখি, জেনে বুঝে অথবা নিছক মোহের বশে মিথ্যা পক্ষাবলম্বন করে নর্তন কুর্দন করে যায়। আহাঃ কি অসাধারণ মেধাগুলো রীতিমত ডাস্টবিনে নিক্ষিপ্ত হচ্ছে প্রতিদিন একটু একটু করে।
একটি ব্যাপার ভেবে আজো হাসি। শুরুর দিকে যখন ব্লগ লেখা শুরু করি, তখন ভাবতাম, ব্লগ ছেড়ে বাঁচবো কি করে। আজো সেসব অনুভূতি নাড়া দেয় অন্তরে। অথচ জীবনের টুকরো টুকরো কাজগুলো এতটা প্রবল হয়ে উঠেছে যে, সেসবের নিচে চাপা পড়ে অনুভবের কান্নাগুলো প্রায়শঃই শোনা যায় না। কৈফিয়ৎ বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু ক্ষুদ্র এ ব্লগ শেষ করতেই হবে। পুরোনো ব্লগার বন্ধুদের মন্তব্য খোঁচা আশা করছি।
বিষয়: বিবিধ
১১৭৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বর্তমান সময়ে ভালো থাকা অসম্ভব এক ব্যাপার হলেও সৌজন্যতার খাতিরেই বলতে হয় আমরা ভালো আছি।
আমরা নতুনরা আপনাদের পুরানোদের পথ চেয়ে থাকি সদা..........।
ধারাবাহিক উপস্হিতি কামনা করছি আপনার।
আপনাকে স্বাগতম।
মন্তব্য করতে লগইন করুন