বিচিত্র সন্ধিতে আবদ্ধ জীবন

লিখেছেন লিখেছেন ফজলে এলাহি মুজাহিদ ২২ মার্চ, ২০১৪, ০৪:২৮:০০ বিকাল

বিচিত্র সন্ধিতে স্বাক্ষর করছি আমরা এখন।

রাত দুপুরে জেগে থাকার স্বাক্ষর

অন্ধকারে বেঁচে থাকার স্বাক্ষর

সাগর সম কান্নাকে বুকে লুকিয়ে হাসতে পারার স্বাক্ষর।

জীবনের অজস্র দিনকালের বিভাজনে সূক্ষ্ম হয় সময়

একান্ত আমার, একান্ত আমাদের, সম্মিলিত মানবের

টুকরো টুকরো সময়গুলো যেন এক একটি দলিল

যাতে সন্ধিবদ্ধ হয় প্রতিটি জীবন, জগতের সীমানায়।

চুক্তি মোতাবেক প্রাপ্তি হয় অপ্রত্যাশিত

আর প্রত্যাশারা বঞ্চিত হয় প্রাপ্তির চুক্তিতে,

নমিত অবয়বেরা নিয়তই অর্জন করে স্বাক্ষরিত উপার্জন

বিশুদ্ধ বাতাসের মোড়কে, অশুদ্ধ-বিষাক্ত নিঃশ্বাস

সুপেয় পানির স্রোতে বর্জ্যের অদৃশ্য মিশ্রন

তড়িৎ প্রবাহের দাবিপত্রের জবাব বাধ্যতামূলক;

অথচ রাত্রিময় আলো-আঁধারির লুকোচুরি।

কথা ছিল উনূনে জ্বলবে আগুন

বিচিত্র সন্ধিতে সে আগুনে পোড়ে অভুক্ত উদর,

জ্বালানী আছে তো প্রয়োজনে পোড়ে না তা

প্রয়োজনে পোড়ে তো দানা নেই শূন্য হাড়িতে।

চু্ক্তির গুণে রাজপথ এখন আর পথের রাজা নয়

রাজার পথ, পাঁচ বছরের ব্যালটীয় সন্ধিতে।

স্বাধীনতার লাল-সবুজের ভূমি-জুড়ে নাগরিক কারাগার

(ডিজিটাল) চুক্তিতে বন্দি যেখানে কলম, কীবোর্ড

পরাধীনতার তীব্র তিক্ত স্বাদে জিহ্বাগুলো সাজায় না স্বর

বন্দি বাক শ্লোগানে, আবেদনে, কান্নায়, দূর্দশায়, ক্লান্তিতে

হুংকার হয়ে উঠে ফিসফিস, কানাকানি, ইশারা-ইঙ্গিত।

তবু মরতে মরতে বেঁচে উঠি সন্ধি ভেঙ্গে

বাঁচতে চাই চুক্তিপত্র ছিঁড়ে কুটি কুটি করে,

কেবল বেরুতে পারি না অলিখিত এই সন্ধিবদ্ধ জীবন থেকে।

একের মেয়াদ ফুরোয় তো অন্যের হয় অভিষেক

বিচিত্র সন্ধিতে জেগে থাকি নিদ্রিত সময়ে

বিনিদ্র জীবনকে আগলে রাখি সন্ধির চাদরে

হাসতে হাসতে কষ্টের কান্নাগুলো মিলিয়ে দেই বাঁচার প্রশ্বাসে।

৬ জুন ২০১০

মদীনা মুনাওয়ারা, সউদি আরব।

ডাউনলোড: বিচিত্র সন্ধিতে আবদ্ধ জীবন

বিষয়: সাহিত্য

১৫১৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196186
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৫
146355
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। ওয়াইয়্যাকা।
ভালো লাগলো মন্তব্য জেনে।
196210
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:১২
শিশির ভেজা ভোর লিখেছেন : চমৎকার হয়েছে চালিয়ে যান। পড়ে ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
146369
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : শিশির ভেজা ভোর, এই 'চালিয়ে নেয়া'টা অনেক কঠিন হয়ে যায় কখনো কখনো।
হাদীসের ভাষ্যটাকে যদি আরো কাজে লাগাতে পারতাম! -"ব্যস্ত হবার আগে অবসরকে কাজে লাগাও"...
196215
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৯
চোথাবাজ লিখেছেন : অনেক দিন পর আপনার লেখা পেলাম
২৬ মার্চ ২০১৪ দুপুর ০২:২৩
148158
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : জি, জীবনের ব্লগ পৃথিবীর মাটিতে লিখে লিখে ক্লান্ত আজকাল, তাই ভার্চুয়াল জগতে খুব আসতে পারি না।
আপনার কেমন চলছে?
196222
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:২১
সুশীল লিখেছেন : চোথাবাজ লিখেছেন : অনেক দিন পর আপনার লেখা পেলাম
২৬ মার্চ ২০১৪ দুপুর ০২:২৪
148159
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : যথারীতি (চোথাবাজের মন্তব্য)
196342
২২ মার্চ ২০১৪ রাত ০৯:১৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো লেখার ভাষায় লুকায়িত চিন্তাধারাকে
২৬ মার্চ ২০১৪ দুপুর ০২:২৭
148160
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : চিন্তার বেড়াজালে কবিতার ভাষাও জটিল হয়ে উঠে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
210616
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪১
প্রবাসী মজুমদার লিখেছেন : তবু মরতে মরতে বেঁচে উঠি সন্ধি ভেঙ্গে
বাঁচতে চাই চুক্তিপত্র ছিঁড়ে কুটি কুটি করে,
কেবল বেরুতে পারি না অলিখিত এই সন্ধিবদ্ধ জীবন থেকে।
একের মেয়াদ ফুরোয় তো অন্যের হয় অভিষেক
বিচিত্র সন্ধিতে জেগে থাকি নিদ্রিত সময়ে
বিনিদ্র জীবনকে আগলে রাখি সন্ধির চাদরে
হাসতে হাসতে কষ্টের কান্নাগুলো মিলিয়ে দেই বাঁচার প্রশ্বাসে।

আপনার কবিতার ভুবনে এসে মুগ্ব হলাম। জীবনের গ্লানিকে উপমা দিয়ে যেভাবে শব্দ দিয়ে সাজালেন খুব ভাল লাগল। আপনার কবিতার মজা নিয়ে বিদায় নিলাম। ধন্যবাদ।
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
159749
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : মজুমদার ভাই, ভালো লাগলো আপনাকে দেখে। শোকরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File