বেপরোয়া টেরাক ডেরাইভার

লিখেছেন লিখেছেন ফজলে এলাহি মুজাহিদ ২৭ অক্টোবর, ২০১৩, ০৩:৩৪:৩৬ রাত

এক দিন তুই মরবি রে হতভাগা

কত করে বলি রেখে দেখে চল

শুনবিনে, যত্তসব খেয়ালীপনা

হেঁয়ালীতে কাটালি তো অনেক দিন

এই এলো বুঝি হিসেব দেবার কাল

বড় কাল হবে তোর, মুখপোড়া...

লাল রঙ তোর প্রিয়, তা বলে মানুষের খুন

পৈতাকে ভালোবাসিস, তা বলে দুর্গা মা

কপালের লাল টিকা, জোড়-হাত প্রণাম

হাতুড়ি-কাস্তের পতাকার লাল-এ তোর সাজ

তা বলে পায়ের তলার মাটির খোঁজও নিবিনে

বলে বলে ধর্ম ছেড়েছি আমি, তোর লাগি

ভুলে গেছি জাত-পাত, ঐতিহ্য-বিশ্বাস

রে বেপরোয়া টেরাক ডেরাইভার...

পথে পথে টার্মিনালে চেলা-চামুণ্ডা বানালি

বন্ধু পেলি না একজনও, ওরা সব লোভী

হবে না কেন? তুই যে নিজের কাছেই কপট

অস্বচ্ছ আয়নায় কখনো আসল চেহারা ভাসে না

স্বচ্ছ জলে যতই ঢেউ জাগাও সত্যকেই দেখাবে

স্থির সে হবেই হবে, যখন ক্লান্ত হবি তুই

জ্বালানী ফুরাবে তোর শক্তিমান দানব টেরাকের

ফুটো হবে সব ক'টি চাকা, তোরই ছড়ানো পেরেকে

হুমড়ি খেয়ে পড়বে মানুষের ভিড়ে, দেখবে সবাই

কেউ এগুবে না তোর লাল রঙ মুছে দিতে আর...

সবুজ ভূমির পিপাসা হয়ত সেদিন মিটবে

সেদিন পুবের আকাশে রক্তাক্ত সূর্যটা হাসবে

হিংস্র গর্জনে কত প্রাণ পিষেছিস্ রাজপথে পথে

সন্তানহারা মায়েরা উল্লাস করবে প্রান্তে-সীমান্তে

তোর আর্তনাদে তাদের মুখে হাসি ফুটবে

সেদিন হয়ত আমিও কিছুটা হাসবো, অতি ম্লান

অনেক বেদনার পর সুখের হাসিটাও স্মিত হয় বলে...

বিষয়: সাহিত্য

১৩৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File