রুবাইয়্যাত: নীল রঙা ঐ আকাশ
লিখেছেন লিখেছেন ফজলে এলাহি মুজাহিদ ২৭ জানুয়ারি, ২০১৩, ০৩:২৮:৩৪ দুপুর
*
নীল রঙা ঐ আকাশ মাঝে চন্দ্র, সূর্য, তারা রঙিন
পাথর ফেটে ঝর্ণা ঝরে, আঁধার ঢাকে আলোক-দিন,
সবুজ বৃন্তে সাত-রঙা ফুল, গাছের মাথায় মিষ্টি জল
তারপরও হে রুদ্ধ বিবেক বলবি এসব ‘বদল-ফল’?
বিষয়: সাহিত্য
১২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন